ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

ওয়ার্ডসভা সংক্রান্ত কতিপয় স্মরণযোগ্য বিষয়:



ঢাকা জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সভার তারিখ নির্ধারন করেছেন ও ওয়ার্ডসভার আয়োজন করছেন। ওয়ার্ড সভায় কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণের পরামর্শ প্রদান করা হলো।
১. ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের কমপক্ষে ০৩ টি ওয়ার্ডে মহিলা সদস্য হবেন সভাপতি। বিগত বছর যে ওয়ার্ডে মহিলা সদস্য সভাপতি ছিলেন এ বছর ঐ ওয়ার্ডে তিনি সভাপতি না হয়ে তার সংরক্ষিত আসনের অন্য একটি ওয়ার্ডের সভাপতি হবেন।
২. ওয়ার্ড সভা কোন কক্ষে আয়োজন না করে খোলা জায়গায় সামিয়ানা টাংগিয়ে আয়োজন করা উচিত। এতে করে লোকজনের উপস্থিতি বেশী হবে।
৩. ওয়ার্ড সভার মাধ্যমে মোট বরাদ্দের ৩০ %ন স্কিম মহিলাদের দ্বারা নির্বাচিত স্কিম রাখতে হবে।
৪. ওয়ার্ড সভায় এলজিএসপি-২ এর বরাদ্দে কোন রকমের স্কিম গ্রহন করা যাবে আর কোন রকমের স্কিম গ্রহন করা যাবেনা তা’ জানাতে হবে।
৫. ওয়ার্ড সভার শেষে ওয়ার্ড সভার ছবি এলজিএসপি-২ এর ঢাকা জেলার ই-মেইলে পাঠাতে হবে।
৬. ছবি তোলার দায়িত্ব এবং উপস্থিতি স্বাক্ষর গ্রহনের দায়িত্বটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দেওয়া যেতে পারে।

৭. ওয়ার্ড সভায় অবশ্যই ব্যানার থাকা উচিত