ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ২৩ জুলাই, ২০১৮


২০১৭-১৮ অর্থ বছরের আর্থিক হিসাব বিবরনী  তৈরির জন্য পরামর্শ

ইউনিয়ন পরিষদসমূহের ২০১৭-১৮ অর্থ বছরের হিসাব তৈরির ক্ষেত্রে নিম্নোক্ত পরামর্শ প্রদান করা হলো:-

১। গত বছরের (২০১৬-১৭) সমাপনী জের এবছরের (২০১৭-১৮) প্রারম্ভিক জের হিসাবে দেখাতে হবে।

২। ২০১৭ সনের জুন মাসে এলজিএসপি-৩ থেকে যে অর্থ ছাড় করা হয়েছিল কিন্তু ব্যাংকে ঢুকেছে জুলাই/১৭ মাসে তা গত বছরের হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে, কাজেই এ বছরের হিসাবে পুনরায় অন্তর্ভূক্ত করতে হবে না।

৩। এলজিএসপি-৩ থেকে জুলাই/১৭ মাস বা পরবর্তী সময়ে (২০১৬-১৭ বছরের জন্যেও হতে পারে) যে অর্থ ছাড় করা হয়েছে তা ২০১৭-১৮ বছরের হিসাবে অন্তর্ভূক্ত করতে হবে।

৪।২০১৮ সনের ৩০ জুনের পুর্বে এলজিএসপি-৩ থেকে যে অর্থ ছাড় করা হয়েছে (বিবিজি এবং পিবিজি) কিন্তু ব্যাংকে ঢুকেছে জুন/১৮ কিংবা জুলাই/১৮ মাসে তা ২০১৭-১৮ বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে।

৫। এ ছাড়া ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল উৎস থেকে ১লা জুলাই, ২০১৭ থেকে ৩০জুন ২০১৮ সময়ে প্রাপ্ত অর্থ ও ব্যয়িত সকল অর্থ ২০১৭-১৮ আর্থিক বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে।

২০১৭-১৮ অর্থ বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে:
গ্রান্ট
স্বারক #
তারিখ
বিবিজি
৩১
২৫.০৭.২০১৭
পিবিজি
১১০
৩১.১০.২০১৭