ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

                                                  সকলের অবগতির জন্য। ওয়ার্ডসভা সংক্রান্ত


নবাবগঞ্জ উপজেলায় এলজিএসপি-৩ এর আওতায় কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরনের লক্ষ্যে ইউনিয়ন ওয়ারী তালিকা:
ইউনিয়নের নাম:
ক্র:
নাম
বিদ্যালয়ের নাম
গ্রামের নাম
শ্রেনী
রোল নং
মোবাইল নং
০১






০২






০৩






০৪






০৫







সচিবের স্বাক্ষর                                চেয়ারম্যানের স্বাক্ষর
তালিকা তৈরীর ক্ষেত্রে যে সকল বিষয় অনুসরণ করতে হবে:
১. ছাত্রীদের বাইসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে;
২. ছাত্রীদের অষ্টম হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে;
৩. ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্যের পরিবারের কোন সদস্যকে মনোনয়ন দেয়া যাবেনা;
৪. তালিকা তৈরীর ক্ষেত্রে দরিদ্র ও মেধাবীকে অগ্রাধিকার দিতে হবে;
৫. আগ্রহী ছাত্রীকে নির্ধারিত ছকে বাইসাইকেল পাওয়ার আগ্রহ জানিয়ে ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করতে হবে;
৬. বাইসাইকেল গ্রহনের পর নিজ দায়িত্বে রাখতে হবে এবং উক্ত সাইকেল কোনভাবেই কারো কাছ হস্তান্তর করা যাবেনা।

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯


ঢাকা জেলার ইউপি সমূহকে ২০১৮-১৯ অর্থবছরের ১ম কিস্তির বরাদ্দ প্রাপ্তির প্রেক্ষিতে ১ম কিস্তির বরাদ্দ সহ সম্ভাব্য ২য় কিস্তির বরাদ্দসহ নিম্নেবর্নিত ছক অনুযায়ী স্কিমের তালিকা( অবশ্যই ওয়ার্ডসভার মাধ্যমে) অবিলম্বে উপজেলায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।  
ইউনিয়নের নাম:
১ম কিস্তির বরাদ্দের পরিমাণ:    টাকা
১ম কিস্তির বরাদ্দের স্কিম                                                                                                                                    
ক্র:
স্কিমের নাম
ওয়ার্ড নং
খাত/সেক্টর
বরাদ্দ
মন্তব্য










সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ব্যয়   
( মোবাইল ফোন ক্রয়সহ)

মানব সম্পদ উন্নয়ন
১০০০০০

নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মানব সম্পদ উন্নয়ন
৫০০০০

যুবসমাজকে নেশা ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে   ---------- ইউনিয়নে কালচারাল ক্লাব স্থাপন

শিক্ষা
১০০০০০

বি:দ্র:
১. সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ব্যয় ( মোবাইল ফোন ক্রয়সহ) স্কিম রাখার কারণ হলো এর মাধ্যমে প্রশিক্ষণ, নারী উন্নয়ন ফোরামকে সহায়তা, পারষ্পরিক শিখণ ইত্যাদি বিষয় ছাড়াও মেবাইল ফোন ক্রয়ের বিষয়টি সম্পন্ন করা যাবে।
২. নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ সংক্রান্ত স্কিমটি রাখার উদ্দেশ্য হলো নবাবগঞ্জ উপজেলায় পরীক্ষামূলকভাবে ১৪ টি ইউনিয়ন নতুন ধারনার এ স্কিমের মাধ্যমে ৮৫ জন কিশোরীকে নিয়ে কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদের বিভিন্ন সচেতনতামূলক কাজ করার উদ্যোগ নিয়েছে। ঢাকা জেলার অন্য ৪ টি উপজেলায়ও এরকম স্কিম গ্রহণ করাকে উসাহিত করা হচ্ছে।  
৩.যুবসমাজকে নেশা ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে   ---------- ইউনিয়নে কালচারাল ক্লাব স্থাপন স্কিমটি নেয়ার কারন হলো ২০১৭-১৮ অর্থবছরে তিনটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এরকম স্কিম নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর মাধ্যমে যুবসমাজ এখন মাদক আর বিভিন্ন নেশা থেকে দুরে থাকার অবলম্বন খুজে পাচ্ছে।  
৪. মন্ত্যবের ঘরে কোন স্কিমটি ২৫% বরাদ্দের স্কিম আর কোন স্কিমটি নারীদের অগ্রাধিকার স্কিম তা’ উল্লেখ করতে হবে।
সম্ভাব্য ২য় কিস্তির বরাদ্দ:
সম্ভাব্য ২য় কিস্তির স্কিম
ক্র:
স্কিমের নাম
ওয়ার্ড নং
খাত/সেক্টর
বরাদ্দ
মন্তব্য