ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

ওয়ার্ড সভা

                                      সানোরা ইউপি, ধামরাই এর ওয়ার্ড সভা, ধন্যবাদ ইউপি সচিবকে
                                       কুল্লা ইউপি, ধামরাই এর ওয়ার্ড সভা, ধন্যবাদ ইউপি সচিবকে

অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠন সংক্রান্ত।



ঢাকা জেলার ইউপিসমূহের বিরোধ নিষ্ডত্তিকরন বিষয়ে
ইউপি অপারেশনাল ম্যানুয়েল এর ১২১  নং পৃষ্ঠায় নিরপেক্ষতা সংক্রান্ত অংশে প্রতিটি ইউনিয়নে ০৩ সদস্যের একটি অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠনের কথা বলা আছে। ভাল হয় ইউনিয়ন পরিষদের সভায় আলোচনার মাধ্যমে ০৩ সদস্যের নিরপেক্ষ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া। বিশেষভাবে উল্লেখ্য, ইউপি চেয়ার‌্যান বা ইউপি সদস্যগন  এ কমিটির কোন সভাপতি বা সদস্য হতে পারবেন না। সমাজের সম্মানিত এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গ এ কমিটির সদস্য হবেন। যেমন: প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান বা এনজিও।
অত্রসংগে এ কমিটি গঠনের একটি নমূনা প্রদান করা হলো-
--------ইউনিয়ন পরিষদ কার্যালয়
--------------উপজেলা, ঢাকা।
স্মারক নং-                                                                          তারিখ:
অফিস আদেশ
          স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-২ অধিশাখার ১৭-০৬-২০১৪ তারিখের ৬৩৯ নং স্মারকের নির্দেশনার আলোকে এলজিএসপি-২ এর আওতায় নিম্নেবর্নিতভাবে  --------- ইউনিয়নের অভিযোগ নিস্পত্তিকরণ কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুযায়ী এলজিএসপি-২ এর যে কোন বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করবেন।
ক্র:
নাম
পদবী/ঠিকানা
কমিটিতে পদবী
০১



০২



০৩



   
 (-----------)
চেয়ারম্যান
----ইউপি
অনুলিপি: সদয় অবগতির জন্য-
১. উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।
২. উপজেলা নির্বাহী অফিসার,-----------, ঢাকা।
৩-৫. জনাব----------------------সভাপতি/সদস্য , অভিযোগ নিষ্পত্তিকরন কমিটি, --------ইউনিয়ন, ------উপজেলা, ঢাকা।
৬. নোটিশ বোর্ড।

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

ওয়ার্ডসভা সংক্রান্ত কতিপয় স্মরণযোগ্য বিষয়:



ঢাকা জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সভার তারিখ নির্ধারন করেছেন ও ওয়ার্ডসভার আয়োজন করছেন। ওয়ার্ড সভায় কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণের পরামর্শ প্রদান করা হলো।
১. ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের কমপক্ষে ০৩ টি ওয়ার্ডে মহিলা সদস্য হবেন সভাপতি। বিগত বছর যে ওয়ার্ডে মহিলা সদস্য সভাপতি ছিলেন এ বছর ঐ ওয়ার্ডে তিনি সভাপতি না হয়ে তার সংরক্ষিত আসনের অন্য একটি ওয়ার্ডের সভাপতি হবেন।
২. ওয়ার্ড সভা কোন কক্ষে আয়োজন না করে খোলা জায়গায় সামিয়ানা টাংগিয়ে আয়োজন করা উচিত। এতে করে লোকজনের উপস্থিতি বেশী হবে।
৩. ওয়ার্ড সভার মাধ্যমে মোট বরাদ্দের ৩০ %ন স্কিম মহিলাদের দ্বারা নির্বাচিত স্কিম রাখতে হবে।
৪. ওয়ার্ড সভায় এলজিএসপি-২ এর বরাদ্দে কোন রকমের স্কিম গ্রহন করা যাবে আর কোন রকমের স্কিম গ্রহন করা যাবেনা তা’ জানাতে হবে।
৫. ওয়ার্ড সভার শেষে ওয়ার্ড সভার ছবি এলজিএসপি-২ এর ঢাকা জেলার ই-মেইলে পাঠাতে হবে।
৬. ছবি তোলার দায়িত্ব এবং উপস্থিতি স্বাক্ষর গ্রহনের দায়িত্বটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দেওয়া যেতে পারে।

৭. ওয়ার্ড সভায় অবশ্যই ব্যানার থাকা উচিত
 

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

ইউপি সচিবদের জ্ঞাতার্থে



ঢাকা জেলার সকল ইউপি সচিববৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নেবর্নিত সময়সূচী অনুযায়ী ডিস্ট্র্রিক্ট ফ্যাসিলিটেটর কর্তৃক এলজিএসপি-২ এর প্রকল্প সদর দপ্তরের চাহিদা মোতাবেক তথ্যাদি সংগ্রহ করা হবে।নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চাহিত তথ্যাদি সরবরাহের অনুরোধ করা হলো।
তারিখ ও সময়
ইউপি সমূহ
জমার দেবার স্থান
৫ জানুয়ারী ২০১৫
সকাল ১১.০০ ঘটিকা
তেজগাও উন্নয়ন সার্কেলের ইউপি সমূহ
স্থানীয় সরকার শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
৫ জানুয়ারী ২০১৫
বিকাল ০৩.০০ ঘটিকা
কেরানীগঞ্জ উপজেলার ইউপিসমূহ
স্থানীয় সরকার শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
৬ জানুয়ারী ২০১৫
সকাল ১১.০০ ঘটিকা
দোহার উপজেলার ইউপিসূহ
উপজেলা পরিষদের সভাকক্ষ. দোহার
৬ জানুয়ারী ২০১৫
বিকাল ০৩.০০ ঘটিকা
নবাবগঞ্জ উপজেলার ইউপিসূহ
উপজেলা পরিষদের সভাকক্ষ, নবাবগঞ্জ
৭ জানুয়ারী ২০১৫
সকাল ১১.০০ ঘটিকা
ধামরাই উপজেলার ইউপিসূহ
উপজেলা পরিষদের সভাকক্ষ, ধামরাই
৭ জানুয়ারী ২০১৫
বিকাল ০৩.০০ ঘটিকা
সাভার উপজেলার ইউপিসূহ
উপজেলা পরিষদের সভাকক্ষ, সাভার
চাহিুত তথ্যাদি :
১. জুলাই-ডিসেম্বর ২০১৪ সময়ের ষান্মাসিক প্রতিবেদনের হার্ডকপি ও সফট কপি।
২. এলজিএসপি-২ এর আওতায় ইউনিয়ন পরিষদের বিরোধ নিষ্পত্তিকরন কমিটির তালিকা।
৩. ১ লা জুলাই ২০১৩ হতে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সময়ের এলজিএসপি-২ এর হিসাবের ব্যাংক ষ্টেটমেন্ট।
৪. ২০১৩-১৪ অর্থবছরের বরাদ্দের স্কিমের অগ্রগতির তথ্য নিম্নের ছক মোতাবেক:
ইউপির নাম:                  ব্যাংক হিসাব নং:            বিবিজি’র বরাদ্দ:                  পিবিজি’র বরাদ্দ:
ক্র:
স্কিমের নাম
ওয়ার্ড নং
বরাদ্দ
ভৌত অগ্রগতি (%)
আর্থিক অগ্রগতি
(%)
বিবিজি/পিবিজি’র স্কিম