ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

রবিবার, ২৯ জুলাই, ২০১৮


ধামরাই উপজেলার ইউপি সচিবগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ৩০ জুলাই ২০১৮ বেলা ৩.০০ ঘটিকায় সোমভাগ ইঊনিয়নে ধামরাই উপজেলার সকল ইউপি সচিবগণের সাথে এলজিএসপি-৩ এর কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হবে। মতবিনিময় সভায় নিম্নোক্ত ছক অনুযায়ী স্ব-স্ব ইউপি’র তথ্য উপস্থিত হয়ে প্রদানের জন্য অনুরোধ করা হলো। 
 ইউনিয়নের নাম: ------------------ উপজেলা:---------------------
ক্র:
বিষয়
উত্তর
০১
২০১৭-১৮ সনে উম্মুক্ত বাজেট সভা হয়েছে কি?

০২
হলে সভার তারিখ

০৩
২০১৬-১৭ সনের রাজস্ব আয়

০৪
২০১৭-১৮ সনের রাজস্ব আয়

০৫
২০১৭-১৮ সনের ১% এর প্রাপ্তি

০৬
ইউপি’র পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে কিনা?

০৭
থাকলে কোন বছর হতে কোন বছর

০৮
সর্বশেষ এসেসমেন্ট কবে হয়েছে?

০৯
২০১৭-১৮ অর্থবছরে কোল্ডিং কর আদায়ের পরিমান

১০
ইউপি’র নিজস্ব ভবন আছে কিনা?

১১
গ্রাম আদালতের এজলাস আছে কিনা?

১২
ইউপি’র দফাদার মহল্লাদারের সংখ্যা
দফাদার:
মহল্লাদার:

        সচিবের স্বাক্ষর:
        তারিখ:

সোমবার, ২৩ জুলাই, ২০১৮


২০১৭-১৮ অর্থ বছরের আর্থিক হিসাব বিবরনী  তৈরির জন্য পরামর্শ

ইউনিয়ন পরিষদসমূহের ২০১৭-১৮ অর্থ বছরের হিসাব তৈরির ক্ষেত্রে নিম্নোক্ত পরামর্শ প্রদান করা হলো:-

১। গত বছরের (২০১৬-১৭) সমাপনী জের এবছরের (২০১৭-১৮) প্রারম্ভিক জের হিসাবে দেখাতে হবে।

২। ২০১৭ সনের জুন মাসে এলজিএসপি-৩ থেকে যে অর্থ ছাড় করা হয়েছিল কিন্তু ব্যাংকে ঢুকেছে জুলাই/১৭ মাসে তা গত বছরের হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে, কাজেই এ বছরের হিসাবে পুনরায় অন্তর্ভূক্ত করতে হবে না।

৩। এলজিএসপি-৩ থেকে জুলাই/১৭ মাস বা পরবর্তী সময়ে (২০১৬-১৭ বছরের জন্যেও হতে পারে) যে অর্থ ছাড় করা হয়েছে তা ২০১৭-১৮ বছরের হিসাবে অন্তর্ভূক্ত করতে হবে।

৪।২০১৮ সনের ৩০ জুনের পুর্বে এলজিএসপি-৩ থেকে যে অর্থ ছাড় করা হয়েছে (বিবিজি এবং পিবিজি) কিন্তু ব্যাংকে ঢুকেছে জুন/১৮ কিংবা জুলাই/১৮ মাসে তা ২০১৭-১৮ বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে।

৫। এ ছাড়া ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল উৎস থেকে ১লা জুলাই, ২০১৭ থেকে ৩০জুন ২০১৮ সময়ে প্রাপ্ত অর্থ ও ব্যয়িত সকল অর্থ ২০১৭-১৮ আর্থিক বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে।

২০১৭-১৮ অর্থ বছরের হিসাবে অন্তর্ভূক্ত হবে:
গ্রান্ট
স্বারক #
তারিখ
বিবিজি
৩১
২৫.০৭.২০১৭
পিবিজি
১১০
৩১.১০.২০১৭

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮


২০১৭-১৮ অর্থবছরের এলজিএসপি-৩ এর বরাদ্দে স্কিম দাখিলের ছক
ইউনিয়নের নাম:‌
বিবিজি’র বরাদ্দ:
ক্র:/নং
স্কিমের নাম
খাত
ওয়ার্ড নং
বরাদ্দ
মন্তব্য
০১
-----প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ
শিক্ষা
২০০০০০
নারী অগ্রাধিকার স্কিম
০২





০৩





                                                            মোট বরাদ্দ



পিবিজি’র বরাদ্দ:
ক্র:/নং
স্কিমের নাম
খাত
ওয়ার্ড নং
বরাদ্দ
মন্তব্য
০১
----এর বাড়ী হতে ----এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান
যোগাযোগ
৫০০০০০
নারী অগ্রাধিকার স্কিম
০২





০৩





                                                            মোট বরাদ্দ



v খাত বলতে এলজিএসপি’র বরাদ্দে যে ৮টি খাতে স্কিম গ্রহন করা যায় সে খাত (যেমন: শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, যোগাযোগ ইত্যাদি)  
v মন্তব্যের ঘরে কোনটি মহিলা অগ্রাধিকার স্কিম তা’ উল্লেখ করতে হবে।
v একলক্ষ টাকার নীচে কোন স্কিম গহন না করার পরামর্শ প্রদান করা হলো।
v মাটির কাজের কোন স্কিম না নেয়ার পরামর্শ প্রদান করা হলো।
v সকল স্কিম ওয়ার্ড ভিত্তিক হতে হবে। অর্থাৎ এক ওয়ার্ডের স্কিম অন্য ওয়ার্ডে নেয়া যাবেনা। (যেমন -----ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপন)
v কোন অবস্থাতেই ১ টি স্কিমকে ভেংগে ভেংগে নেয়া যাবেনা। অর্থাৎ পার্ট পার্ট কের কোন স্কিম নেয়া যাবেনা।
v লক্ষ্য রাখতে হবে এলজিএসপি’র বরাদ্দ দিয়ে ৮ টি খাতেই যাতে স্কিম নেয়া যায়।
v সম্ভব হলে ৫ লক্ষ টাকার উর্ধ্বে স্কিম গ্রহন করা যায় কিনা তা’ বিবেচনায় রাখতে হবে।
v বিবিজি ও পিবিজি’র বরাদ্দের স্কিম আলাদা আলাদা ভাবে দাখিল করত হবে।
v নিকস ফন্টে স্কিম তালিকা দাখিল করতে হবে।
v বরাদ্দের ঘরে টাকা অংকে কোন , /-, /= চিহ্ন দেয়া যাবেনা। যেমন ১,০০,০০০/= না লিখে শুধু ১০০০০০ লিখতে হবে।
v ওয়ার্ডের ঘরে শুধু ওয়ার্ডের নাম্বার লিখতে হবে। যেমন ১ নং ওয়ার্ড না লিখে ১ লিখতে হবে।
v স্কিম গ্রহণের সময় কোন অবস্থাতেই নেগেটিভ স্কিম গ্রহন করা যাবেনা।