ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ৩০ জুন, ২০১৪

Very Important

স্থানীয় সরকার বিভাগের পত্রটির প্রতি সকল ইউপি সচিবের দৃষ্টি আকর্ষন করা হলো।
ক. প্রথম অংশ স্কিমের পরিবেশ ও সামাজিক সুরক্ষার সাথে সম্পর্কিত ফরম এ ও ফরম বি পূরন সম্পর্কিত। ইউপি অপারেশনাল ম্যানুয়েল এর ১২৯-১৩৫ নং পৃষ্ঠায় এ ফরম দু'টি রয়েছে। ফরম এ ওয়ার্ড কমিটি ও ফরম বি স্কিম সুপারভিশন কমিটির সদস্যগন পূরণ করবেন এবং সংশ্লিষ্ট স্কিমের ফাইলে তা' সংরক্ষন করতে হবে।
খ. দ্বিতীয় অংশ অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠন সংক্রান্ত। ইউপি অপারেশনাল ম্যানুয়েল এর ১২১  নং পৃষ্ঠায় নিরপেক্ষতা সংক্রান্ত অংশে প্রতিটি ইউনিয়নে ০৩ সদস্যের একটি অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠনের কথা বলা আছে। ভাল হয় ইউনিয়ন পরিষদের সভায় আলোচনার মাধ্যমে ০৩ সদস্যের নিরপেক্ষ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া।
অত্রসংগে এ কমিটি গঠনের একটি নমূনা প্রদান করা হলো-
--------ইউনিয়ন পরিষদ কার্যালয়
--------------উপজেলা, ঢাকা।
স্মারক নং-                                                                          তারিখ:
অফিস আদেশ
            স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-২ অধিশাখার ১৭-০৬-২০১৪ তারিখের ৬৩৯ নং স্মারকের নির্দেশনার আলোকে এলজিএসপি-২ এর আওতায় নিম্নেবর্নিতভাবে  --------- ইউনিয়নের অভিযোগ নিস্পত্তিকরণ কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুযায়ী এলজিএসপি-২ এর যে কোন বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করবেন।
জনাব -----------------------------------------------সভাপতি
জনাব-----------------------------------------------সদস্য
জনাব----------------------------------------------সদস্য

(-----------)
চেয়ারম্যান
----ইউপি
অনুলিপি: সদয় অবগতির জন্য-
১. উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।
২. উপজেলা নির্বাহী অফিসার,-----------, ঢাকা।
৩-৫. জনাব----------------------সভাপতি/সদস্য , অভিযোগ নিষ্পত্তিকরন কমিটি, --------ইউনিয়ন, ঢাকা।
৬. নোটিশ বোর্ড।

বিশ্বব্যাংকের পরিদর্শন টীম যে কোন সময় ঢাকা জেলার যে কোন ইউপি পরিদর্শন করতে পারে। সুতরাং উপরোক্ত বিষয়গুলো হালনাগাদ করে রাখার জন্য সকল ইউপি সচিবকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

বুধবার, ২৫ জুন, ২০১৪

২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আয়

ঢাকা জেলার সকল ইউপি সচিববৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরী ভাবে সকল ইউপি'র ২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আয়ের বিবরনী আগামী ২৮-০৬-২০১৪ তারিখের মধ্যে এলজিএসপি-২ এর প্রকল্প সদর দপ্তরে প্রেরণ করতে হবে। একারনে জরুরী ভিত্তিতে ই-মেইলে বা মোবাইলে সকল ইউপি'র ২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আয়ের পরিমান জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

এলজিএসপি-২ এর এক অর্থবছরের অর্থ ব্যয় করতে না পারলে পরবর্তী অর্থবছরে ব্যয় করার পত্র




ঢাকা জেলার সকল ইউপি সচিববৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে এলজিএসপি-২ এর এক অর্থবছরের বরাদ্দকৃত অর্থ ঐ অর্থবছরে ব্যয় না করতে পারলে পরবর্তী অর্থবছরে ব্যয় করার ক্ষেত্র্রে স্থানীয় সরকার বিভাগের পত্রটি সংযুক্ত করা হলো।


সোমবার, ২৩ জুন, ২০১৪

Farewell



ঢাকা জেলার বিদায়ী জেলা প্রশাসক জনাব শেখ ইউসুফ হারুনকে ঢাকা জেলার সকল ইউপি সচিববৃন্দের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা

সোমবার, ১৬ জুন, ২০১৪

ঢাকা জেলার ইউপি সচিববৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হলো



ঢাকা জেলার ইউপি সচিববৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হলো।                                                                              এলজিএসপি-২ এর পরবর্তী অর্থবছরের অর্থ যাতে দ্রুত ছাড় করা যায় সে জন্য প্রতিটি জেলা হতে নিম্নোক্ত তথ্য আগামী ৫ জুলাই ২০১৪ তারিখের মধ্যে এলজিএসপি-২ প্রকল্প সদর দপ্তরে প্রেরণ করতে হবে। ঢাকা জেলার তথ্যসমূহ আগামী ০৫ জুলাই ২০১৪ তারিখের মধ্যে সংগ্রহের লক্ষ্যে অর্থবছর শেষ হওয়ার সাথে সাথে চাহিত তথ্যসমূহ ডিএফ, ঢাকা এর নিকট পৌছানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।  

BDwbq‡bi bvg:                                           Dc‡Rjv:
µ/bs
PvwnZ welq
DËi
DËi
DËi
01
BDwbq‡bi cÂevwl©K cwiKíbv Av‡Q wK bv?
n¨v
bv

02
2011-12 A_©eQ‡ii Zyjbvq 2012-13 A_©eQ‡i ivR¯^ Avq †e‡o‡Q wK bv?
n¨v
bv

2012-13 A_©eQ‡ii ivR¯^ Avq KZ UvKv ?

2013-14 A_©eQ‡ii ivR¯^ Avq KZ UvKv ?

03
¯’vqx KwgwU MwVZ n‡q‡Q wK bv?
n¨v
bv

¯’vqx KwgwUi mfv nq wK bv?
n¨v
bv

04
BDwbqb Dbœqb mgš^q KwgwU( BDwWwm)Õi mfv nq wK bv?
n¨v
bv

05
BDwbqb cwil‡` †bvwUk †evW© Av‡Q wK bv?
n¨v
bv

06
Dc‡Rjv wbe©vnx Awdmvi eive‡i 2013-14 A_©eQ‡ii ev‡RU cvVv‡bv n‡q‡Q wK bv?
n¨v
bv

07
BDwbq‡bi m¤ú` †iwRóªvi Av‡Q wK bv? Ges nvjbvMv` wK bv?
n¨v
 bv

BDwbq‡bi m¤ú` †iwRóªvi  nvjbvMv` wK bv?
n¨v
 bv


BDwbq‡bi m¤ú` †iwRóªvi nvjbvMv` wK bv?
n¨v
 bv

08
2013-14 A_©eQ‡ii eiv‡Ï †gvU KZwU w¯‹g M„nxZ n‡q‡Q? KZwU m¤úbœ n‡q‡Q, KZwU Pjgvb Av‡Q Ges KZwU GLbI ïiæ nqwb?
M„nxZ w¯‹g msL¨=
m¤úvw`Z w¯‹g msL¨v=
ïiæ nqwb Ggb w¯‹g msL¨v=
09
Dc‡Rjv wbe©vnx Awdmvi KZ Zvwi‡L BDwc cwi`k©b K‡i‡Qb?

BDwc mwP‡ei bvg:                                               ¯^vÿi:
‡gvevBj bs:                                                       B-‡gBj:

2013-14 A_©eQ‡i GjwRGmwc-2 Gi wewewRÕi cÖ_g wKw¯Íi eiv‡Ï ev¯Íevqb‡hvM¨ w¯‹‡gi ZvwjKv:
BDwbq‡bi bvg:
µ/bs
w¯‹‡gi bvg
IqvW© bs
eivÏ
e¨wqZ A_©
gšÍe¨(gwnjv‡`i w¯‹g wPwýZ K‡i †`Lv‡Z n‡e|)
01





02





03





04





05





06





07





08






    
  
    ¯^v¶i:                                                       ¯^v¶i:                                         ¯^v¶i:                                  BDwc mwP‡ei bvg                                 gwnjv m`‡m¨i bvg                    BDwc †Pqvig¨v‡bi bvg