ঢাকা জেলার সকল
ইউপি সচিবগনের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০১৩-১৪ অর্থবছরের সিএ
ফার্মেের অডিট কার্যক্রম আগামী ০৪ অক্টোবর ২০১৫ হতে শুুরু হবে মর্মে জানা গেছে।
কাজেই সকল ইউপি'র নথিপত্র হালনাগাদ করে রাখার জন্য অনুরোধ
করা হলো। বিস্তারিত সিডিউল পাওয়া মাত্রই সকলকে
জানিয়ে দেয়া হবে।
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
অক্টোবর
২০১৫ এর প্রথম সপ্তাহ হতে ঢাকা জেলার প্রতিটি ইউনিয়নে সিএ ফার্মের অডিট কার্যক্রম
শুরু হবে। তাছাড়া নভেম্বর ২০১৫ এর প্রথম সপ্তাহ হতে ফাপাড ৩৪ টি ইউনিয়নে ফাপাড
অডিট ও শুরু হবে। ২০১৪-১৫ অর্থবছরে যাতে কোন প্রকার অডিট আপত্তি না হয় সেজন্য
ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ঢাকা কর্তৃক অডিট শুরুর পূর্বে ঢাকা জেলার সকল ইউপি
পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ঢাকা এর পরিদর্শনকালে নিম্নলিখিত তথ্য কাগজপত্র
হালনাগাদ করে রাখার জন্য বলা হলো।
1.
ইউনিয়ন পরিষদের সকল হিসাবের ১
জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ের ব্যাংক স্টেটমেন্ট
2.
১ জুলাই ২০১৪ হতে বর্তমান সময়
পর্যন্ত সকল চেকের মুড়ি বই
3.
১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫
পর্যন্ত সময়ের বিল ভাউচার
4.
১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫
পর্যন্ত সময়ে পরিশোধিত সকল হালনাগাদ নথি
5.
হালনাগাদ ক্যাশ বই
6.
এলজিএসপি-২ এর স্কিম তালিকা
বিজিসিসি সভার কার্যবিবরণী সহ।
7.
উপজেলা নিবাহী অফিসার কর্তৃক
অনুমোদিত বাজেট
8.
বার্ষিক আর্থিক হিসাব বিবরনী
9.
উপজেলা নির্বাহী অফিসার
কর্তৃক অনুমোদিত পঞ্চবার্ষিক পরিকল্পনা
10.হালনাগাদ
সম্পত্তি রেজিষ্টার
11. নথি সংরক্ষনের পূরণকৃত ছক
১২. ভ্যাট
ও আয়কর জমার চালান
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
স্থানীয় সরকার বিভাগ হতে আগামী ০৯ আগষ্ট ২০১৫ তারিখের
মধ্যে ইউনিয়নের অমত্মর্গত গ্রামের তালিকা নিমেণবর্নিত ছকে প্রেরণের নির্দেশনা
প্রদান করা হয়েছে। ঢাকা জেলার ইউপি সচিবগনকে আগামী ০৮ আগষ্ট ২০১৫ তারিখের মধ্যে
আবশ্যিকভাবে lgsp2dhaka@gmail.com ই-মেইলে প্রেরণের জন্য বলা হলো।
ইউনিয়ন ভিত্তিক গ্রামের
তালিকা
ক্রমিক নং
|
উপজেলা
|
ইউনিয়নের নাম
|
ইউনিয়ন কোড
|
গ্রামের নাম
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
ঢাকা
জেলার ইউপি সচিবগনকে ২০১১ হতে ২০১৫ পর্যন্ত এলজিএসপি-২ এর স্কিম তালিকার সফট কপি
প্র্রেরণের জন্য অনেক পূর্বে বলা হয়েছিল। কিন্তু এখনো অনেক ইউপি স্কিম তালিকার সফট
কপি প্রেরণ করেননি। অনেকেই হার্ডকপি জমা দিচ্ছেন আর অনেকেই স্ক্যান করে তালিকা
পাঠাচ্ছেন। সকলকে অতি সত্বর টাইপ করা তালিকা পাঠানোর জন্য বিশেষভাবে অনরোধ করা
হলো।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)