ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

স্মারক নং                                                                 তারিখ:
প্রাপক:
জাতীয় প্রকল্প পরিচালক
এলজিএসপি-৩
স্থানীয় সরকার বিভাগ
বিষয়: ফাপাড অডিট আপত্তির ব্রডশীট জবাব দাখিল সংক্রান্ত।
সূত্র: এলজিএসপি-৩ প্রকল্প দপ্তর হতে ২৯ জানুয়ারী ২০২০ খ্রি: তারিখে প্রাপ্ত ই-মেইল।
        উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরের ফাপাড অডিট আপত্তির ব্রডশীট জবাব সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রেরণ করা হলো।

সংযুক্ত: ব্রডশীট জবাব   পাতা
চেয়ারম্যান
--ইউনিয়ন পরিষদ
---উপজেলা, ঢাকা।

“অডিট আপত্তির ব্রডশীট জবাবের ছক”
অডিট আপত্তি
আপত্তির জবাব
উপজেলা নির্বাহী অফিসারের মতামত ও সুপারিশ




বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ঢাকা জেলার সকল ইউপি সচিবগণের অবগতির জন্য-
আগামী ২০ জানুয়ারী ২০২০ খ্রি: তারিখের মধ্যে জুলাই ২০১৯ হতে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের ষান্মাসিক প্রতিবেদন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য উক্ত প্রতিবেদন বিবিজি ১ম কিস্তি পাওয়ার পূর্বশর্ত। কাজেই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার অনুরোধ করা হলো।

সোমবার, ৬ জানুয়ারী, ২০২০


ধামরাই উপজেলার ইউপি সচিবগণের অবগতির জন্য
আগামী ১৬ জানুয়ারী ২০২০ খ্রি: তারিখে ধামরাই উপজেলার ইউপি সমূহের বাইসাইকেলগুলো এলজিএসপি-৩ এর জাতীয় প্রকল্প পরিচালক মহোদয়ের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাংগনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।এ কারণে জরুরী ভিত্তিতে বাইসাইকেল গ্রহীতাগণের নামের তালিকা প্রয়োজন। সবগুলো ইউপি’র তালিকা একসাথে করার লক্ষে নিম্নোক্ত ছকে বাইসাইকেল গ্রহীতাগণের নামের তালিকা কুল্লা ইউপি সচিব জনাব আবুল কালাম এর নিকট সরবরাহের জন্য অনুরোধ করা হলো।
ক্র:
ইউপি’র নাম
ছাত্রীর নাম
শ্রেনী
বিদ্যালয়ের নাম
মন্তব্য