ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ৮ জুন, ২০১৫

আইইসি সামগ্রী গ্রহন সংক্রান্ত





এলজিএসপি-২ প্রকল্প সদর দপ্তর হতে প্রতিটি ইউপি’র জন্য ০১ টি ক্যালেন্ডার ইউপি অফিসের জন্য, ১৮ টি ব্রসিউর (ইউপি চেয়ারম্যান-০১টি, ইউপি সদস্য ১২টি, ইউপি সচিব-০১ টি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার-০১ টি, অফিস কপি-০৩ টি), ষ্টিকার-৫০ টি (দর্শনীয় স্থানে জনগনের প্রদর্শনের জন্য টানানো ), পোষ্টার -০১ ওয়ার্ড সভা-১০ টি (দর্শনীয় স্থানে জনগনের প্রদর্শনের জন্য টানানো), পোষ্টার-০২ ইউনিয়ন পরিষদ বাজেট -১০ টি (দর্শনীয় স্থানে জনগনের প্রদর্শনের জন্য টানানো), পোষ্টার -০৩ ইউনিয়ন পরিষদ পরিকল্পনা প্রনয়ন-১০ টি  (দর্শনীয় স্থানে জনগনের প্রদর্শনের জন্য টানানো)ও লিফলেট-৪০ কপি (দর্শনীয় স্থানে জনগনের প্রদর্শনের জন্য টানানো) প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা হতে উপকরণসমূহ গ্রহনের জন্য সকল ইউপি সচিবকে অনুরোধ করা হলো।

রবিবার, ২৪ মে, ২০১৫

MIS Application




 ঢাকা জেলার ৬ টি উপজেলার ৬ জন ইউপি সচিবকে এমআইএস এর পাইলটিং কাজ করার জন্য নিম্নোক্ত তথ্য দেওয়া হলো। পাসওয়ার্ড ডিএফ ঢাকা এর নিকট হতে জেনে নেয়ার জন্য অনুরোধ করা হলো।
Here is your link how to open the LGSP-2 MIS Application
http://mis.lgsplgd.gov.bd:9000/LGSP

User Name : up_kulla, up_kalindi ,up_bakshnagar ,up_satarkul, up_tethuljhora

শনিবার, ২৩ মে, ২০১৫

এএফএস সংক্রান্ত

                           

এলজিএসপি-২ এর আওতায় বার্ষিক আর্থিক হিসাব বিবরনী সংক্রান্ত প্রকল্প সদর দপ্তরের নির্দেশনা সংযুক্ত করা হলো। বার্ষিক আর্থিক হিসাব বিবরনী ও বাজেটের নতুন নমূনা কপি  ঢাকা   জেলার ইউপি সচিবগনের ফেইসবুকে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সকলকে বলা হলো।

সোমবার, ১৮ মে, ২০১৫

LGSP-2 এর Mail

কেন LGSP-2 এর Mail ব্যবহার করবেন
·        বাংলাদেশের সকল ইউনিন পরিষদ একই Email Domain এর আওতায় আসবে।
·        সবার Email Address সবাই জানতে পারবে এবং সবাই সবার সাথে সহজে  যোগাযোগ করতে পারবেন।
·        কার কোনো অজানা বিষয় থাকলে খুব অল্প সময়ের ভিতরে Email এর মাধ্যমে PMU থেকে তার সমাধান দেওয়া সম্ভব হবে।
·        ইউনিয়ন পরিষদ DDLF এবং DF এর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবে।
কিভাবে LGSP-2 এর Mail ব্যবহার করবেন
·        আপনি আপনার computer Browser(Firefox /Internet Explorer)  টি open করুন ।

·        Address Bar www.lgsplgd.gov.bd  টাইপ করুন । LGSP-2 এর website  টি open হবে।
·        Web site এর নিচের বাম দিকে উল্লেখিত Webmail  icon click করুন ।
·                    Zimbra নামের একটি page open হবে।
আপনাকে LGSP-2  থেকে  প্রদত্ত user name (exp. smis@lgsplgd.gov.bd),password টি দিন ।
বিশেষঃ
·        Email এর Storage ক্ষমতা ২০ এমবি (Megabyte) , সেজন্য email এর সঠিক ব্যবহার নিশ্চিত করুন।
·        Email Password টি সঠিক ভাবে সংরখন করুন।
·        প্রয়োজনীয় backup নিন ।
·        অপ্রয়োজনীয় Email মুছে ফেলুন।
যে কোন প্রয়োজনে ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ঢাকা এর সাথে যোগাযোগ করুন