এলজিএসপি -২ এর নির্দেশনা অনুসারে গালিমপুর ইউনিয়ন এর ০৯(নয়) টি ওয়ার্ডে
বিভিন্ন দিবসে গ্রামবাসীদের উপস্থিতিতে উম্মুক্ত জনসভার অয়োজন করা হয় ও
উপস্থিত সভার সদস্যদের মতামত অনুসারে পরবর্তী ০৫(পাঁচ) বছরের প্রকল্পের
তালিকা চুড়ান্ত করা হয়। গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাইমারী স্কুলের খেলার মাঠে
উক্ত জনসভাটি গত ১৫/০৫/২০১৩ ইঙ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান জনাব তপন মোল্লা ওয়ার্ড মেম্বার গিয়াসউদ্দিন ও সংরক্ষিত
আসনের ইউপি সদস্যা পারভীন আক্তার সহ গালিমপুর ইউনিয়ন এর বেশ কয়েকজন ওয়ার্ড
মেম্বার উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় ০৬(ছয়) নং ওয়ার্ডের বিভিন্ন পেশার মোট
৪৮(আটচল্লিশ) জন ব্যক্তিও উপস্থিত ছিলেন।