ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

কতিপয় নির্দেশনা

১. ঢাকা জেলার সকল ইউপিতে বিরোধ নিষ্পত্তিকরন কমিটি কিভাবে করতে হবে তা'র নমূনা সকল ইউপি সচিবদের সরবরাহ করা হয়েছে। বিরোধ নিষ্পত্তিকরন কমিটির অনুলিপি উপ পরচিালক স্থানীয় সরকার কে দেওয়ার কথা। অনেক ইউনিয়ন হতেই কমিটি গঠনের অনুলিপি পাওয়া গেলেও বেশিরভাগ ইউপি হতে তা' পাওয়া যায়নি। ফলে কোন কোন ইউপিতে উক্ত কমিটি গঠিত হয়েছে তা' জানা যাচ্ছেনা। তাই সকল ইউপি সচিবগন ষান্মাসিক প্রতিবেদনের সাথে বিরোধ নিষ্পত্তি করন কমিটির অনুলিপি স্থানীয় সরকার শাখায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
২. ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল এবং কর আদায় সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের ১৩-০৩-২০১৪ তারিখের ৫৩৩ নং স্মারকের নির্দেশনাবলী ঢাকা জেলার সকল ইউপি সচিবের নিকট প্রেরন করা হয়েছে। উক্ত নির্দেশনাবলী অনুযায়ী প্রতিটি ইউনিয়ন আদর্শ কর তফসিল, ২০১৩ এর আলোকে ৩০ জুন ২০১৪ তারিখের মধ্যে কর নির্ধারন করে ১ লা জুলাই ২০১৪ তারিখ হতে নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম শুরুর নির্দেশনা ছিল। তা'ছাড়া আদর্শ কর তফসিল, ২০১৩ এর আলোকে  কর নির্ধারিত হলে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় কত হবে তা' উপ পরিচালক স্থানীয় সরকার মহোদয়কে লিখিতভাবে অবহিত করার নির্দেশনাও ছিল। কিন্তু ১৫ জুলাই ২০১৪ তারিখের মধ্যে মাত্র কয়েকটি ইউপি হতে তা' পাওয়া গেছে। যে সকল ইউপি এখনও এ সংক্রান্ত তথ্য জমা দেননি তাদেরকে আগামী ২৪-০৭-২০১৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জেলা প্রশাসক কার্যালযয়ের স্থানীয় সরকার শাখায় তথ্য জমা দেয়ার জন্য বরা হলো। উক্ত সময়ের মধ্যে কোন ইউপি তথ্য জমা না দিলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে অবহিত করা হবে।  
৩. ২০১৩-১৪ অর্থবছর ইতোমধ্যে শেষ হয়েছে। এলজিএসপি-২ এর ২০১৩-১৪ অর্থবছরের বরাদ্দ ও ব্যয় বিবরনী প্রকল্প সদর দপ্তর হতে কয়েকদিনের মধ্যে চাওয়া হবে। বিগত সময়ের মত ছক অনুযায়ী ব্যয় বিবরনী প্রস্তুত করে রাখার জন্য সকল ইউপি সচিব কে বলা হলো। ছক পাওয়ার সাথে সাথে তা' ওয়েবসাইটে দেয়া হবে। সে অনুযায়ী ছক পূরন করে প্রেরণ করতে হবে।