প্রিয় ইউপি সচিববৃন্দ:
বিশ্বব্যাংক মিশন
আগামী ০১ সেপ্টেম্বর ২০১৪ হতে ঢাকায় ১৫ দিনের জন্য এলজিএসপি-২ এর কার্যক্রম পরির্দশন
করবে।বিশ্বব্যাংক মিশনের চাহিদার প্রেক্ষিতে ২০১২-১৩ অর্থবছরের স্কিম বাস্তবায়ন সংক্রান্ত
নিম্নোক্ত তথ্য চাওয়া হয়েছে।প্রকল্প সদর দপ্তর হতে তথ্য আগামী ২৭-০৮-২০১৪ তারিখের মধ্যে
জমা দেয়ার জন্য বলা হয়েছে।কাজেই আগামী ২৭-০৮-২০১৪ তারিখের মধ্যে নিম্নোক্ত তথ্য ডিস্ট্রিক্ট
ফ্যাসিলিটেটর, ঢাকা এর ০১৭১৬-৫৪৫৫০৪ এর মোবাইলে জানিয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ
করা হলো। তথ্য ই-মেইলেও পাঠানো যাবে।
ইউনিয়নের নাম-
মাটির রাস্তা- কত
মিটার?
আরসিসি/সিসি/এইচবিবি/ডব্লিউবিএম/প্যালাসাইডিং
ইত্যাদি- কত মিটার?
ড্রেন- কত মিটার?