ঢাকা জেলার ইউপি সমূহের ২০১৩-১৪ অর্থবছরের
বার্ষিক আর্থিক হিসাব বিবরনী (এএফএস) সমূহে যে ভূল হয়েছে তা’ ফেরৎ দেয়া হয়েছে।
তেজগাও সার্কেলের এএফএস সমূহ মাতুয়াইল ইউপি সচিবের নিকট কেরানীগঞ্জের এএফএস সমূহ
সিএ জনাব আমান সাহেবের নিকট, ধামরাইয়ের এএফএস সমূহ কুল্লা ইউপি সচিবের নিকট,
সাভারের এএফএস সমূহ তেতুলঝোড়া ইউপি সচিবের নিকট, দোহারের এএফএস সমূহ নয়াবাড়ী ইউপি
সচিবের নিকট ও নবাবগঞ্জের এএফএস সমূহ বান্দুরা ইউপি সচিবের মাধ্যমে ফেরৎ দেয়া
হয়েছে। স্ব স্ব ইউপি সচিব বৃন্দকে জরুরী ভিত্তিতে এএফএস সমূহ মংগ্রহ করে সংশোধিত
কপি আগামী ২৬ অক্টোবরের মধ্যে ডিস্ট্র্রিক্ট ফ্যাসিলিটেটরের নিকট জমা প্রদানের
জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।