ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫



অক্টোবর ২০১৫ এর প্রথম সপ্তাহ হতে ঢাকা জেলার প্রতিটি ইউনিয়নে সিএ ফার্মের অডিট কার্যক্রম শুরু হবে। তাছাড়া নভেম্বর ২০১৫ এর প্রথম সপ্তাহ হতে ফাপাড ৩৪ টি ইউনিয়নে ফাপাড অডিট ও শুরু হবে। ২০১৪-১৫ অর্থবছরে যাতে কোন প্রকার অডিট আপত্তি না হয় সেজন্য ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ঢাকা কর্তৃক অডিট শুরুর পূর্বে ঢাকা জেলার সকল ইউপি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।  ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, ঢাকা এর পরিদর্শনকালে নিম্নলিখিত তথ্য কাগজপত্র হালনাগাদ করে রাখার জন্য বলা হলো।
1.     ইউনিয়ন পরিষদের সকল হিসাবের ১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ের ব্যাংক স্টেটমেন্ট
2.    ১ জুলাই ২০১৪ হতে বর্তমান সময় পর্যন্ত সকল চেকের মুড়ি বই
3.    ১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ের বিল ভাউচার
4.     ১ জুলাই ২০১৪ হতে ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ে পরিশোধিত সকল হালনাগাদ নথি
5.    হালনাগাদ ক্যাশ বই
6.    এলজিএসপি-২ এর স্কিম তালিকা বিজিসিসি সভার কার্যবিবরণী সহ।
7.     উপজেলা নিবাহী অফিসার কর্তৃক অনুমোদিত বাজেট
8.    বার্ষিক আর্থিক হিসাব বিবরনী
9.     উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত পঞ্চবার্ষিক পরিকল্পনা
10.হালনাগাদ সম্পত্তি রেজিষ্টার
11. নথি সংরক্ষনের পূরণকৃত ছক 
১২. ভ্যাট ও আয়কর জমার চালান