ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫



২০১৩-১৪ অর্থবছরে ঢাকা জেলার যে সকল ইউপি’র অডিট এ্যাডভার্স হয়েছে তাদেরকে জরুরীভিত্তিতে এ্যাডভার্স মতামতের বিরুদ্ধে জাতীয় প্রকল্প পরিচালক বরাবরে আপীল দায়ের করতে হবে। নীচে আপীল দায়েরের একটি নমূণা কপি প্রদান করা হলো।  ফরওয়ার্ডিং সহ জবাব ডিডিএলজি মহোদয়ের কাছে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।
বরাবরে,
জাতীয় প্রকল্প পরিচালক
এলজিএসপি-২
স্থানীয় সরকার বিভাগ
ঢাকা।
বিষয়: ২০১৩-১৪ অর্থবছরে সিএ ফার্মের অডিট এ্যাডভার্স মতামতের বিরুদ্ধে আপীল দায়ের প্রসংগে।
সূত্র: এলজিএসপি-২ প্রকল্প সদর দপ্তর,স্থানীয় সরকার বিভাগের ৩০-০৯-২০১৫ তারিখের ১৭৬ নং স্মারক।
মহোদয়,
          যথাযথ সম্মানপূর্বক নিবেদন, ২০১৩-১৪ অর্থবছরে সিএ ফার্মের অডিট প্রতিবেদনে ---- ইউপি’র বিরুদ্ধে এ্যাডভার্স মতামত প্রদান করা হয়েছে। সিএ ফার্মের অডিট প্রতিবেদনে প্রদত্ত এ্যাডভার্স মতামতের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সহকারে জবাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সুপারিশ সহকারে আপীল দায়ের করা হলো।
          এমতাবস্থায় ২০১৩-১৪অর্থবছরে  অসিএ ফার্মের অডিট প্রতিবেদনে প্রদত্ত এ্যাডভার্স মতামতের বিরুদ্ধে ---- ইউপি’র আপীল সহানুভূতির সাথে বিবেচনার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
সংযুক্ত: ছক মোতাবেক দাখিলকৃত ব্রডশীট জবাব
চেয়ারম্যান
--- ইউপি