২০১৫-১৬ অর্থবছরে ঢাকা জেলার সকল ইউপিসমূহের অনুকূলে
এলজিএসপি-২ এর ১ম কিস্তির বরাদ্দ প্রদান করা হয়েছে। এবছর এলজিএসপি-২ এর শেষ
অর্থবছর। আগামী ৩০ জুন ২০১৬ তারিখে এলজিএসপি-২ এর সকল স্কিম বাস্তবায়ন শেষ করতে
হবে। তা’না করতে পারলে অব্যয়িত অর্থ ফেরত দিতে হবে। তাই প্রতিটি ইউপি’র ২০১৫-১৬
অর্থবছরের সম্ভাব্য বরাদ্দের স্কিম তালিকা আগামী ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে উপজেলায়
একসাথে অনুমোদনের লক্ষে দাখিল করার পরামর্শ প্রদান করা হলো। ২০১৫-১৬ অর্থবছরের
সম্ভাব্য বরাদ্দের তালিকা স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd তে দেয়া আছে। সকল ইউপি সচিবকে এ ওয়ার্ডসভার
মাধ্যমে বাছাই করা তালিকা ইউপি সভায় চুগান্ত করে উপজেলায় স্কিম তালিকা প্রেরণের বিষয়ে
কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।