ঢাকা জেলার সকল
ইউপি সচিবগণের দৃষ্টি আকর্ষণ করা হলো। বর্তমান এলজিএসপি-২ এর ১ ম কিস্তির বরাদ্দ
পাওয়া গেছে। যদি সকল ইউপি সক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ১০ % বরাদ্দ রাখে তবে এর
মাধ্যমে পারষ্পরিক শিখন, প্রশিক্ষণ, নারী উন্নয়ন ফোরামকে সহায়তা প্রদান করা যাবে।
তাই সকল ইউপি’কে সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ব্যয় নামে একটি স্কিম গ্রহণ করে এখাতে
৫০,০০০/= টাকা বরাদ্দ রাখার পরামর্শ প্রদান করা হলো।