ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬



এলজিএসপি-২ প্রকল্প সদর দপ্তর হতে হত দরিদ্রদের তালিকা ০৭ দিনের মধ্যে প্রস্তুত করার জন্য বলা হয়েছে। ঢাকা জেলায় এ কার্যক্রম সফল হলে অন্যান্য জেলায় তা অনুসরণ করা হবে। উল্লেখ্য  নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন পরিবার হত দরিদ্র হিসাবে বিবেচিত হবেন:  
  • নারী প্রধান খানা (বিধবা/স্বামী কর্তৃক পরিত্যাক্ত)
  • শুধু বসতভিটা আছে;
  • ভূমিহীন পরিবার যার জমির পরিমান বসতবাড়িসহ ০.৫০ একরেরর বেশী নয় 
  • কায়িক শ্রম  বিক্রি করে  (কৃষি-অকৃষি দিন-মজুর/ রিক্সা/ভ্যান চালক)এবং কোন নিয়মিত আয়ের উৎস নেই;
  • গরীব হরিজন/দলিত/হিজড় সম্প্রদায়
  • ভিক্ষুক
  • যারা বর্তমানে কোন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী।
প্রতিটি ইউপিতে বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে এবং এ সংক্রান্ত তালিকাও ইউপিতে সংরক্ষিত আছে। সকল ইউপি সচিবগনকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের সহায়তায় এক্সেল ফরমেটে তালিকা প্রস্তুত করে সফট কপি (টাইপ করা কপি) পাঠাতে হবে। অল্প সময়ে তালিকা সংগ্রহ করার জন্য  উপ পরিচালক স্থানীয় সরকার মহোদয়ের নির্দেশক্রমে উপজেলা ওয়ারী নিম্নোক্ত ইউপি সচিবগণকে দায়িত্ব প্রদান করা হলো।  
উপজেলা
দায়িত্ব প্রাপ্ত ইউপি সচিব
সাভার
বনগাও ইউপি সচিব
ধামরাই
আমতা ইউপি সচিব
নবাবগঞ্জ
গালিমপুর ইউপি সচিব
কেরানীগঞ্জ
কোন্ডা ইউপি সচিব
সার্কেল
সাতারকুল ইউপি সচিব
দোহার
বিলাসপুর ইউপি সচিব
দায়িত্বপ্রাপ্ত ইউপি সচিবগণ স্ব স্ব উপজেলার সংগৃহীত তথ্য lgsp2dhaka@gmail এ জিপ ফোল্ডারে প্রেরণ করবেন। 

ছক


µwgK bs
†Rjv
Dc‡Rjv
BDwbqb †KvW
BDwbqb cwil` bvg
IqvW © bs
MÖvg/  gnjøv bvg
Z_¨ msMª‡ni ZvwiL
Lvbvv cÖav‡bi bvg (evsjvq)
Lvbvv cÖav‡bi bvg (Bs‡iwR‡Z)


wcZv/¯^vgxi bvg
gvZvi bvg
Rb¥ ZvwiL
RvZxq cwiwPwZcÎ
Rb¥ wbeÜb b¤^i
Lvbv cÖav‡bi wj½
Lvbv cÖav‡bi cÖavb ‡ckv
Lvbvi m`m¨ msL¨v
emZ wfUvi evwoi wbR¯^ Rwgi cwigvb (kZK)
Lvbvi evrmwiK Avq
eZ©gv‡b * mvgvwRK myiÿv Kvh©µ‡g myweav‡fvMx
 

* VGF/VGD/EGPP/ কাজের বিনিময় খাদ্য কর্মসূচির/ বয়স্ক ভাতা/ বিধবা ভাতা/ বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের/ হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন/ ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস/ চা শ্রমিকদের খাদ্য সহায়তা/ ক্যাপিটেশন গ্রান্ট/ ভিক্ষুকদের পুনর্বাসন
* সকল তারিখ DD/MM/YY অনুসরণ করতে হবে।
** যারা নিয়মিত খানায় খায় তারাই খানার সদস্য হিসাবে গন্য হবে।