ঢাকা জেলার ইউনিয়ন পরিষদ সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের ০৩ দিনব্যাপী এমআইএস প্রশিক্ষণ আগামী ২১ জুন ২০১৬ সকাল ৯.০০ টায় প্রথম ব্যাচের মাধ্যমে শুরু হবে। ঢাকা জেলার জেলা প্রশাসক মহোদয় ও এলজিএসপি-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক(প্রশাসন) কর্তৃক সকাল ৯.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে এমআইএস প্রশিক্ষণের কার্যক্রম শুরু হবে। কাজেই প্রথম ব্যাচের ইউপি সচিব ও উদ্যোক্তাগণকে সকাল ৯.০০ ঘটিকায় নিম্নেবর্নিত প্রশিক্ষণ ভ্যানুতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রশিক্ষণ ভ্যানু:
আইটি বাংলা
লিমিটেড, ৩য় তলা, ঠিকানা: ৩২, তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা। (চট্রগ্রাম ভবন)