ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬



২০১৪-১৫ অর্থবছরে ঢাকা জেলার সিএ ফার্মের অডিটে এডভার্সকৃত ২৮ টি ইউপি’র আপীলের শুনানী আগামী ১১ আগষ্ট ২০১৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় এলজিএসপি-২ এর প্রকল্প সদর দপ্তরে (সিটি সেন্টার-১০ তলা) জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আপীল শুনানীতে ঢাকা জেলার সকল ইউপি’র আপত্তিসমূহের জবাব উপ পরিচালক স্থানীয় সরকার মহোদয় কর্তৃক যাচাই বাছাই ও পর্যালোচনা করা হবে। এ জন্য আগামী ০৭ আগষ্ট তারিখে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সংশ্লিষ্ট সকল ইউপি সচিবগণকে আপীলের আবেদন সহ আপীলের স্বপক্ষে সকল প্রকার প্রমানকসহ স্থানীয় সরকার শাখায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।   
ক্র:
ইউনিয়ন
উপস্থিতির সময়
০১
বেরাইড
০৭ আগষ্ট ২০১৬
সকাল ৯.০০ ঘটিকা
০২
ডেমরা
০৩
দনিয়া
০৪
শ্যামপুর
০৫
দক্ষিনখান
০৬
উত্তরখান
০৭
হরিরামপুর
০৮
মান্ডা
০৯
নাসিরাবাদ
১০
ডুমনি
১১
দক্ষিনগাঁও
১২
রোয়াইল
১৩
বিলাশপুর
১৪
মাহমুদপুর
১৫
মকসেদপুর
১৬
সুতারপাড়া
০৭ আগষ্ট ২০১৬
দুপুর ২.০০ ঘটিকা
১৭
হযরতপুর
১৮
কলাতিয়া
১৯
কোন্ডা
২০
রহিতপুর
২১
শাক্তা
২২
তারানগর
২৩
তেঘরিয়া
২৪
বাহ্রা
২৫
বিরম্নলিয়া
২৬
শিমুলিয়া
২৭
তেঁতুলঝোড়া
২৮
বনগ্রাম