ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ২ এপ্রিল, ২০১৮


ডিডিএলজি স্যারের কতিপয় নির্দেশনা

সকল ইউনিয়ন পরিষদ সচিবদের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনিয়ন পোর্টাল আপডেটের প্রাথমিক কাজ সম্পাদনের জন্য আপনাদের ধন্যবাদ। দৈবচয়নে কয়েকটি ইউনিয়নের পোর্টাল দেখতে গিয়ে কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে। যারা এখনো এই বিষয় গূলো আপডেট করেননি, তাদেরকে অতিসত্ত্বর তা সম্পন্নের নির্দেশ দেয়া হলো। পর্যবেক্ষণে প্রাপ্ত বিষয়/ অসংগতিসমূহঃ
১। সকল তথ্যের ইংরেজী রূপান্তর করা হয়নি।
২। অধিকাংশ তথ্য গোঁজামিল দেয়া। সুনির্দিষ্ট তথ্য সন্নিবেশ করতে হবে। তথ্য পূরণের জন্য কেবল তথ্য দেয়া যাবেনা।
৩। ইউনিয়ন পরিষদের সকল প্রকল্পের (যেমনঃ কাবিটা, ১%, নিজস্ব তহবিল, এলজিএসপি সহ অন্যান্য ) হালনাগাদ তালিকা আবশ্যিকভাবে আপলোড করতে হবে, সর্বশেষ অগ্রগতিসহ।
৪। ইউনিয়নের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা আপলোড করতে হবে।
৫। পূর্ণাঙ্গ বাজেট
৬। ইউনিয়নের হালনাগাদ ট্যাক্স এসেসমেন্ট
৭। ট্যাক্স বিষয়ে একটি পৃথক মেনু থাকতে পারে।
৮। প্রতিমাসের সভার তারিখ ও কার্যবিবরণী। এছাড়াও অন্যান্য সভার সময়সুচী নোটিশ বোর্ডে দিতে হবে।
৯। নোটিশ বোর্ড আপডেট থাকবে।
৮। কোন মেনু বার/ ট্যাব এর তথ্য অসম্পুর্ন রাখা যাবে না এবং তা প্রকৃত তথ্য দিয়ে পুরণ করতে হবে।
১০। নির্ধারিত ফরমেটে তথ্য ইনপুট দিতে হবে। কেবল ওয়ার্ডে টাইপ করে দেয়া যাবে না।
১১। প্রয়োজনীয় ক্ষেত্রে ছবি আপলোড করতে হবে।
১২। ইউনিয়নের ফটো গ্যালারী নিয়মিত আপডেট করতে হবে।
১৩। ইউ ডি সি র তথ্য হালনাগাদ করতে হবে। ইউ ডি সি ও এর সেবা সমূহ হাইলাইট করে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিষ্ঠা করতে হবে।
১৪। ন্যাশনাল ওয়েব পোর্টাল থেকে প্রয়োজনীয় অন্যান্য পোর্টাল এর লিংক দিতে হবে।
১৫। মাননীয় প্রধানমন্ত্রী' র ১০ টি বিশেষ উদ্যোগ
১৬। এস ডি জি বিষয়ক সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মপরিকল্পনা।

এ বিষয়ে আপনাদের দ্রুত কার্যকরী ভূমিকা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করবে।