-------------ইউনিয়ন
পরিষদ, ------------উপজেলা-----------------জেলা
ব্রডশীট জবাব
---------------এন্ড কোং সিএ ফার্ম কর্তৃক ২০১৬-১৭
অর্থ বছরের অডিট প্রতিবেদনে উত্থাপিত অডিট আপত্তির ব্রডশীট জবাব নিমণরম্নপঃ
| 
অডিট আপত্তির বিবরণ | 
ইউনিয়ন পরিষদের জবাব ও স্বাক্ষর | 
উপজেলা নির্বাহী অফিসারের মতামত ও স্বাক্ষর | |
| 
অডিট মতামতঃ 
  বিরম্নপ/অস্বীকৃতি 
আপত্তি নং-০১ 
’’ রহমতের বাড়ি থেকে আফছারের বাড়ির উত্তর পার্শ্ব
  পর্যমত্ম রাসত্মা এইচবিবি করণ’’ প্রাক্কলিত মূল্য ১,০০,০০০ টাকা | 
১। সরেজমিন পরিদর্শনে দেখা যায় এস্টিমেটে র্দৈঘ্য ১০০
  ফুট ও প্রস্থ ৭.৫ ফুট উলেস্নখ থাকলেও পরিমাপ করে দৈর্ঘ্য ৭৫ ফুট ও প্রস্থ ৭ ফুট
  পাওয়া যায়। এখানে ১০০*৭.৫=৭৫০ বর্গফুট -৭৫*৭=৫২৫ বর্গফুট=২২৫ বর্গফুট কাজ কম
  পাওয়া গেছে যার পরিমাণ ২২৫*১৩৩=২৯,৯২৫ টাকা | 
১।
  এস্টিমেট করার সময় রাসত্মা পরিমাপ না করার কারণে উলেস্নখিত কাজ কম করা হয়েছে।
  পরবর্তীতে ওয়ার্ড সভার প্রসত্মাব ও ইউপি’র অনুমোদন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার
  কর্তৃক এনডোর্স পূর্বক উক্ত আপত্তিকৃত ২৯,৯২৫ টাকা ব্যয়ে আফছারের বাড়ির পার্শেব
  ২৫ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতা সম্পন্ন পুকুরের গাইড ওয়াল নির্মাণ করা হয়।
  বাসত্মবায়িত কাজের কোটেশন, এস্টিমেট, চুক্তিপত্র, স্কীমের সাইনবোর্ড, তদারক
  কমিটির প্রত্যয়নপত্র, বিল আবেদন ও পরিশোধ সংক্রামত্ম নথি অত্র জবাবের সাথে
  সংযুক্ত করা হলো। জনস্বার্থে আপত্তিকৃত ২৯,৯২৫ টাকার কাজ বাসত্মবায়ন করায় আপত্তি
  নিষ্পত্তির অনুরোধ করা হলো। | 
   
   
  সুপারিশ করা হলো। 
আপত্তি নিষ্পত্তির সুপারিশ করছি। 
বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা যেতে পারে। 
একমত পোষণ করছি। ইত্যাদি 
√ ----- ইউনিয়ন পরিষদের ২৯,৯২৫ টাকার আপত্তির জবাবের
  প্রেক্ষিতে গত -------তারিখে উক্ত বাসত্মবায়িত স্কীম
  সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে বাসত্মবায়িত কাজের দৈর্ঘ্য ২৬ ফুট ও প্রস্থ
  ৩ ফুট ২ ইঞ্চি পাওয়া যায়। কাজের গুনগত মান ভাল। আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা
  হলো। | 
| 
আপত্তি নং-০২ 
ভ্যাট ১৯,২৫০ টাকা ও
  আয়কর ৩,৫০০ টাকা জমা না করা। | 
২। ১ % ভূমি
  হসত্মামত্মর কর এর তহবিলে বাসত্মবায়িত ৩,৫০,০০০ টাকার ৫.৫%  ভ্যাট এর ১৯,২৫০ টাকা ও ১% আয়কর ৩,৫০০ টাকা
  সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হয়নি। | 
২। হিসাব সংক্রামত্ম
  ভুলের কারণে ভ্যাট ১৯,২৫০ টাকা ও আয়কর ৩,৫০০ টাকা চালানের মাধ্যমে জমা প্রদান
  করা হয়নি। অডিট পরবর্তী গত -----তারিখে ভ্যাট ১৯,২৫০ টাকা ও আয়কর ৩,৫০০ টাকা
  চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। ট্রেজারী অফিসার কর্তৃক
  যাচাইকৃত চালানের কপি সংযুক্ত করে আডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হলো।  | 
------ কর্তৃক ভ্যাট
  ১৯,২৫০ টাকা ও আয়কর ৩,৫০০ টাকা জমার যাচাইকৃত চালান কপি দাখিল করায় অডিট আপত্তি
  নিষ্পত্তির সুপারিশ করা হলো। | 
 
