এলজিএসপি-৩ এর
আওতায় ২০১৭-১৮ অর্থবছরের বিবিজি’র মোট বরাদ্দ সংশিস্নষ্ট ইউপি’র এলজিএসপি’র ব্যাংক
হিসাবে জমা হয়েছে। এলজিএসপি-৩ এর আওতায় ২০১৭-১৮ অর্থবছরের বরাদ্দে স্কিম গ্রহণের ক্ষেত্রে
কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করা হলো।
ঢাকা জেলার ইউপি সচিবগণ আবশ্যিকভাবে নিম্নোক্ত বিষয়গুলো ইউপি চেয়ারম্যান ও ইউপি
সদস্যগণকে সরবরাহ করবেন।
এলজিএসপি’র
অর্থে স্কিম বাস্তবায়নের জন্য বিভিন্ন খাতের বিবরণ
যোগাযোগ
v গ্রামের রাসত্মাসমূহ র্নির্মাণ /পুননির্মাণ করা
v বিদ্যমান রাসত্মাসমূহ রক্ষণাবেক্ষণ করা
v কালভার্ট নির্মাণ করা
v ব্রিজ/ফুটওভার ব্রিজ নির্মাণ করা
v গ্রামের রাসত্মা বা সড়কের উপর পানি নিষ্কাশন
ড্রেইন নির্মাণ করা
v যাত্রী ছাউনি
|
স্বাস্থ্য
v গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ বা
পুনর্নির্মাণ
v স্বাস্থ্য সচেতনতা, পরিবার পরিকল্পনা,
জনস্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা
v স্বাস্থ্য কেন্দ্রের জন্য ঔষধ সরবরাহ
v স্বাস্থ্য কেন্দ্রের উপকরণ সরবরাহ
v খন্ডকালীন স্বাস্থ্য কর্মীর বেতন
|
পানি সরবরাহ
v বিগত ১০ বছরের বন্যাসত্মরের ঊর্ধ্বে স্থানীয়
জনগণের জন্য পানি সরবরাহের লক্ষ্যে নলকূপ স্থাপন করা
v ক্ষুদ্র সমাজভিত্তিক পানি সরবরাহের জন্য পাইপ
স্থাপন করা
v ঝরনার পানি সংগ্রহ করা
v পানির সংরক্ষণাগার নির্মাণ
|
শিক্ষা
v শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, নির্মাণ,
পুনর্নির্মাণ
v প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ
v শিক্ষা উপকরণ ক্রয়
v শিক্ষা সচেতনতা প্রচারণা কর্মসূচি
|
প্রাকৃতিক
সম্পদ ব্যবস্থাপনা
v সামাজিক বনায়ন কর্মসূচি
v ভূমি ক্ষয় প্রতিরোধের উদ্দেশ্যে অবকাঠামো
নির্মাণ
v প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
|
কৃষি এবং বাজার
v গবাদিপশুর টিকাদান কেন্দ্র নির্মাণ
v বাজারের টোলঘর বা ছাউনি নির্মাণ
v সর্বসাধারণের ব্যবহার্য সেচ সুবিধার ব্যবস্থা
করা
v উন্নত চাষাবাদের উপর কারিগরি প্রশিক্ষণ
|
পয়ঃনিষ্কাশন
এবং বর্জ্য ব্যবস্থাপনা
v পয়ঃনিষ্কাশনের সুযোগ সুবিধার জন্য পয়ঃপ্রণালি
নির্মাণ
v পয়ঃনিষ্কাশন সম্পর্কে গণসচেতনতা প্রচার অভিযান
পরিচালনা
v বায়োগ্যাস
|
মানব সম্পদ
উন্নয়ন
v নারী উন্নয়ন ও নারীদের আতম কর্মসংস্থানমূলক
শিক্ষা
v দুস্থদের জন্য আয়বৃদ্ধি প্রশিক্ষণ
v দরিদ্র যুবক ও যুব মহিলাদের জন্য দক্ষতাবৃদ্ধি
প্রশিক্ষণ
v দরিদ্র যুবক ও যুব মহিলাদের জন্য তথ্যপ্রযুক্তি
প্রশিক্ষণ
v ইউনিয়ন তথ্যকেন্দ্রের জন্য সহায়তা
v তথ্য ও প্রযুক্তির উন্নয়ন
|
এলজিএসপি - ৩-এর অর্থ যেসব ক্ষেত্রে ব্যয় করা যাবে না
ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান, সদস্য কিংবা কর্মীদের বেতন, মজুরি কিংবা অন্য কোনো সুবিধা দেওয়া।
ক্ষুদ্র অর্থায়নসহ কোনো
অর্থনৈতিক সেবা যেখানে ক্ষুদ্র ব্যবসার উদ্যোগে ঋণ সরবরাহ করা হয়।
এমন কোনো প্রকল্প গ্রহণ
করা যাবে না, যার নেতিবাচক পরিবেশগত/সামাজিক প্রভাব আছে
ধর্মীয় প্রতিষ্ঠানের
সাথে সংযুক্ত কোনো প্রকল্পে বিবিজি/পিবিজি তহবিল থেকে অর্থায়ন করা যাবে না।
ইউনিয়ন পরিষদের
অবকাঠামো, দেওয়াল নির্মাণ, আসবাবপত্র ও যন্ত্রপাতি সংক্রামত্ম কোনো প্রকল্পে
বিবিজি/পিবিজি তহবিল থেকে অর্থায়ন করা যাবে না।
·
মৌলিক
থোক বরাদ্দ (BBG) ও দক্ষতা ভিত্তিক বরাদ্দ (PBG) এর
অমত্মত ৩০% অর্থ নারীদের দ্বারা অগ্রাধিকার প্রাপ্ত স্কিম বাসত্মবভিত্তিকায়নের
জন্য ব্যয় করতে হবে।
·
মৌলিক
থোক বরাদ্দ (BBG) ও দক্ষতা ভিত্তিক বরাদ্দ (PBG) এর
সর্বোচ্চ ১০% অর্থ সক্ষমতা বৃদ্ধি সংক্রামত্ম কাজে (প্রশিক্ষণ, পারস্পরিক শিখন,
স্কিম তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা, সুরক্ষা ব্যবস্থাসমূহ, হিসাব রক্ষণ, ইউনিয়ন
পর্যায়ের তথ্যাদি কম্পিউটারে এন্ট্রি, মহিলা উন্নয়ন ফোরামকে সহায়তা প্রদান এবং
অন্যান্য নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধি সহায়তা) ব্যয় করা যাবে। ১০% অর্থ উলেস্নখিত
ক্ষেত্রে ব্যয় না হলে স্কিম বাসত্মবায়নে ব্যয় করা যাবে।
স্মরণ রাখতে হবে যে- উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় প্রচারাভিযান পরিচালনা,
সচেতনতামূলক কার্যক্রম কাজে বছরে ২৫,০০০ টাকার ঊর্ধ্বে খরচ করা যাবে না।
বর্তমান বছরের
বরাদ্দে স্কিম বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র আনার জন্য নিমেণাক্ত স্কিম দুটি রাখা
যেতে পারে।
1.
সক্ষমতা বৃদ্ধি
2.
জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচী