-----------------------ইউনিয়ন
পরিষদ
-----------উপজেলা,
ঢাকা
স্মারক নং:
তারিখ:
প্রাপক:
১. উপপরিচালক
স্থানীয়
সরকার, ঢাকা
২.
ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর
এলজিএসপি-৩,
ঢাকা।
বিষয়:
এলজিএসপি-৩ এর বরাদ্দে বাস্তবায়িত স্কিমের বিলের অর্থ
উত্তোলনের লক্ষে অবহিত করণ প্রসংগে।
সূত্র: এলজিএসপি-৩
প্রকল্প দপ্তরের ১৫-০১-২০১৮ তারিখের ১৭৯ নং স্মারক।
উপর্যুক্ত
বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা জেলার --------------- উপজেলার-------------- ইউনিয়ন কর্তৃক এলজিএসপি-৩ এর ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্দে নিম্নলিখিত
স্কিমসমূহ ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুসরণপূর্বক সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা
হয়েছে। স্কিম বাস্তবায়নের পর ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটি যথারীতি প্রত্যয়ন
প্রদান করেছেন।
ক্র:
|
স্কিমের নাম
|
প্রদেয় বিলের পরিমাণ
|
০১
|
|
|
০২
|
|
|
স্কিমসমূহ সম্পুর্নরুপে
বাস্তবায়ন হওয়ায় ভ্যাট/আয়কর/রিটেনশন মানি কর্তনপূর্ক ঠিকাদারকে উপরে উল্লেখিত
পরিমান বিলের অর্থ পরিশোধ করা প্রয়োজন। সূত্রে উল্লেখিত স্মারকে উপপরিচালক স্থানীয়
সরকার/ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কে অবগতি সাপেক্ষে বিলের অর্থ প্রদানের
বাধ্যবাধকতা থাকায় দাখিলকৃত বিলের তথ্যাদি অবগত করা হলো।
সংযুক্ত:
১. বাস্তবায়িত স্কিমের সাইনবোর্ডসহ ছবি----পাতা।
২. ওয়ার্ড কমিটির প্রত্যয়ন--- পাতা।
৩. স্কিম সুপারভিশন কমিটির প্রত্যয়ন----পাতা।
(----------------------)
চেয়ারম্যান
---------ইউনিয়ন