ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮


 ঢাকা জেলার ইউপি সচিবগণের জ্ঞাতার্থে অতীব জরুরী।
সংযুক্ত ছকটি বর্তমানে ঢাকায় আসা বিশ্বব্যাংক মিশনের চাহিদার প্রেক্ষিতে প্রকল্প দপ্তর হতে চাওয়া হয়েছে।ঢাকা জেলার ইউপি সচিবগণকে বিষয়টি অবহিত করে ছক পূরণ করে জমা প্রদানের অনুরোধ জানানো হয়েছিল।কিন্ত অনেকেই ছক পূরণ কবে পাঠাননি। উক্ত ছক পূরণ করে যথাযথভাবে স্বাক্ষর যুক্ত প্রতিবেদনের কপি (সফট কপি ও স্ক্যান করা কপি) আগামীকাল ১০-১০-২০১৮ ইং বেলা ১২.০০ ঘটিকার মধ্যে lgspdhaka@gmail.com এ প্রেরণের জন্য উপপরিচালক স্থানীয় সরকার মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। বেলা ২.০০ ঘটিকায় প্রাপ্ত সকল কপি এলজিএসপি-৩ প্রকল্প দপ্তরে প্রেরণ করা হবে। বেলা ১.০০ ঘটিকায় যে সকল ইউপি ছক প্রেরণ করবে না তাদের তালিকা উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়কে প্রদান করা হবে। বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ।