ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

এলজিএসপি-৩ এর বিবিজি প্রথম কিস্তির বরাদ্দ প্রদান করা হয়েছে। ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুযায়ী ইউপি সমূহ ওয়ার্ড সভার মাধ্যমে স্কিম বাছাই করে ইউনিয়ন পরিষদের সভায় চুড়ান্ত করে বিজিসিসি সভার  সম্মতি নিয়ে স্কিম বাস্তবায়ন করবে।ইউপি সমুহ বিবিজি ১ম কিস্তিতে যে পরিমাণ বরাদ্দ পেয়েছে ২য় কিস্তিতে ও ঔ পরিমান বরাদ্দ ধরে মোট বরাদ্দের ২৫ % অর্থ দিয়ে কমপক্ষে একটি বড় স্কিম গ্রহণ করবে এবং ১ম কিস্তির ষ্কিম ও ২য় কিস্তির স্কিম আলাদাভাবে চিহিৃত করে একসাথে দুই কিস্তির স্কিম উপজেলায় দাখিল করবে। স্কিম গ্রহণের ক্ষেত্রে মোট ৮ টি সেক্টরের কমপক্ষে ৩ টি সেক্টরের স্কিম গ্রহণ করতে হবে। কমপক্ষে ৩০ % স্কিম নারী অগ্রাধিকার প্রাপ্ত হতে হবে। এ বছর কার্যকর ওয়ার্ডসভার ছাড়া কোন ইউপি’র কোন স্কিম বাস্তবায়ন করতে দেয়া হবেনা। ওয়ার্ডসভার চিত্র প্রমাণস্বরুপ অবশ্যই ফেসবুকে দিতে হবে। তা’ছাড়া এমআইএস এ স্কিমের ডাটা এন্ট্রির সময় অবশ্যই ওয়ার্ডসভার চিত্র সংযুক্ত করতে হবে বিধায় সকল ইউপিকে যথাযথভাবে ওয়ার্ড সভা আয়োজনের জন্য অনুরোধ করা হলো। এবছর স্কিম গ্রহণের ক্ষেত্রে সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রার লক্ষ্য অর্জনে গুরুত্ব দিতে হবে। সকলের সুবিধার জন্য একটি ইউনিয়নের ব্যানারের নমূনা প্রদান করা হলো। এটির আলোকে ওয়ার্ডসভার ব্যানার তৈরী করা যেতে পারে।ওয়ার্ডসভা কোন ঘরের ভিতর না করে উম্মুক্ত স্থানে করলে সুন্দর হয়।