এলজিএসপি-৩ ইউনিয়ন ব্লাড ডোনেশন ডাটাবেইজ
উদ্দেশ্য:
যে কোন মুমুর্ষু রোগী জরুরী ভিত্তিতে যা’র রক্তের প্রয়োজন, তিনি যা’তে সহজে রক্ত পেতে পারেন সে লক্ষে ঢাকা জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে ব্লাড ডোনেশন ডাটাবেইজ ব্যাংক তৈরী করে রাখা।
কিভাবে তৈরী হবে:
ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা/কর্মচারী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ব্লাড ডোনেশনকারীগণের একটি তালিকা ঢাকা জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রস্তুত করে রাখা হবে। উক্ত ব্লাড ডোনেশন ডাটাবেইজটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইট, স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র, উপজেলা প্রশাসনের ওয়েবসাইট, এলজিএসপি-৩, ঢাকা জেলার ওয়েবসাইট এবং অন্যান্য গুরুত্বপূর্ন স্থানে দৃশ্যমান থাকবে।
কিভাবে রক্ত পাওয়া যাবে:
যা’র রক্তের প্রয়োজন হবে, তিনি বা তার প্রতিনিধি উক্ত ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে রাখা ব্লাড ডোনেশন ডাটাবেইজ থেকে ব্লাড ডোনেশনকারীর সাথে সরাসরি যোগাযোগ করে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সচিবের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ব্লাড গ্রহন করে নিতে পারবেন।
ব্লাড ডোনেশন ডাটাবেইজ এর ছক
এলজিএসপি-৩ ইউনিয়ন ব্লাড ডোনেশন ডাটাব্যাজ ব্যাংক
ইউনিয়ন: ----------------,উপজেলা:-----------------, জেলা: ঢাকা।
ক্র |
নাম |
রক্তের গ্রুপ |
এলাকা |
বয়স |
মোবাইল নং |
১ |
|
|
|
|
|
২ |
|
|
|
|
|
৩ |
|
|
|
|
|
৪ |
|
|
|
|
|
৫ |
|
|
|
|
|