ঢাকা জেলার যে সকল ইউপি’র
২০১২-১৩ অর্থবছরের অডিটে আপত্তি প্রদান করা হয়েছে সে সকল ইউপি’র সুবিধার জন্য অডিট
আপত্তির জবাব প্রদানের ফরওয়ার্ডিং লেটার ও ব্রডশীট আপত্তির ব্রডশীট জবাবের নমূনা: প্রদান
করা হলো। জবাবের সাথে অবশ্যই প্রমানক সংযুক্ত করতে হবে।
অডিট আপত্তির জবাব প্রদানের ফরওয়ার্ডিং লেটারের নমূনা:
----------- ইউনিয়ন ,------------উপজেলা, জেলা: ঢাকা
প্রাপক:
জাতীয় প্রকল্প পরিচালক এলজিএসপি-২
স্থানীয়
সরকার বিভাগ
ঢাকা ।
বিষয়: ২০১২-১৩ অর্থবছরের সি এ ফার্মের অডিট আপত্তির
ব্রডশীট জবাব প্রেরণ প্রসংগে।
উপরোক্ত বিষয়ের প্রতি
মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষনপূর্বক জানানো যাচ্ছে যে, ২০১২-১৩ অর্থবছরে বেসরকারী অডিট
ফার্ম কর্তৃক -------------- ইউনিয়নের অডিট
আপত্তির ব্রডশীট জবাব নির্ধারিত ছকে উপযুক্ত
প্রমানক সহ মহোদয়ের সদয় আবগতি ও পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য অত্র সংগে
প্রেরণ করা হলো।
সংযুক্ত:
১.ব্রডশীট জবাব --- পাতা।
২. প্রমানক---- পাতা।
চেয়ারম্যান
---- ইউনিয়ন
ব্রডশীট আপত্তির ব্রডশীট জবাবের নমূনা:
অডিট আপত্তির বিবরন
|
ইউনিয়ন পরিষদের জবাব
|
উপজেলা নির্বাহী অফিসারের মতামত ও স্বাক্ষর
|