ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

চেক সংক্রান্ত




ঢাকা জেলার সকল ইউপি সচিবের দৃষ্টি আকর্ষন করা হলো।সোনালী ব্যাংকের সকল শাখায় এ পত্রটি পাঠানো হয়েছে। সুতরাং নিম্নোক্ত বিষয়াদি প্রতিপালন না করে কোন চেক সোনালী ব্যাংকে প্রেরণ করা হলে ব্যাংক কর্তৃপক্ষ অর্থ প্রদান করবে না।
ক. ক্রস চেক/Account payee চেক ব্যতীত অন্য কোনো চেকের বিপরীতে কোনো অর্থ প্রদান না করা;
খ. চেকে আবশ্যিকভাবে ইউনয়িন পরিষদের চেয়ারম্যান, একজন  মহিলা সদস্য ও সচিবের স্বাক্ষর থাকতে হবে;
গ. Request for Quotation (RFQ) ও Open Tender Method (OTM) এর ক্ষেত্রে কার্যাদেশ এবং  সরাসরি ক্রয় ও মাটির কাজের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড কমিটির সভাপতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির কপি থাকতে হবে;
ঘ. স্কিম সুপারভিশন কমিটি কর্তৃক প্রদত্ত স্কিম ভালোভাবে সম্পন্ন হয়েছে এই মর্মে প্রতিবেদন থাকতে হবে;
ঙ.স্কিম ভিত্তিক চেক ব্যতীত এক সাথে অর্থ উত্তোলনের কোন চেকের বিপরীতে অর্থ উত্তোলন করা যাবে না।