ঢাকা জেলার সকল ইউপি সচিবগণের দৃষ্টি আকর্ষণ
করা যাচ্ছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারী-জুন সময়ের ষান্মাসিক
রিপোর্ট, ২০১৫-১৬ সনের আর্থিক হিসাব বিবরনী ও ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের কপি স্থানীয়
সরকার শাখায় জমা দিতে হবে। আগামী ৩১ জুলাই প্রাপ্ত সকল রিপোর্ট এলজিএসপি-২ প্রকল্প
সদর দপ্তরে জমা দেয়া হবে। যদি কোন ইউপি হতে কোন রিপোর্ট পাওয়া না যায় তবে অন্যান্য
বছরের মতো এবার আর কোন সুযোগ থাকবে না। এলজিএসপি-২ এর মেয়াদ জুন ২০১৬ পর্যন্ত হলেও
তা জুন ২০১৭ পর্যন্ত বাড়ছে। অর্থাr আগামী বছরও এলজিএসপি-২ এর আওতায় ইউপিসমূহ বরাদ্দ
পাবে। কোন রিপোর্ট এর কারণে কোন ইউপি’র বরাদ্দ স্থগিত থাকলে তার দায় দায়িত্ব ঐ ইউপি
সচিবের উপর বর্তাবে। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে সকল রিপোর্ট প্রদানের জন্য সকল ইউপি
সচিবগণকে অবহিত করা হলো।