ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

সোমবার, ১৮ জুলাই, ২০১৬




ঢাকা জেলার ইউপি সচিবগণের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
আগামী ০১ আগষ্ট বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এলজিএসপি-২ এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এলজিএসপি-৩ শুরু করার বিষয়ে মতামত দিবে। বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল এবারে বিগত ৫ বছরের এলজিএসপি-২ এর স্কিম সমূহ পর্যালোচনা ও জানুয়ারী-জুন ২০১৬ এর ষান্মাসিক প্রতিবেদন পর্যালোচনা করবে। এ কারণে আগামী ২৪ জুলাই ২০১৬ তারিখের মধ্যে ঢাকা জেলার ইউপি সমূহের এলজিএসপি-২ এর ৫ বছরের স্কিম তালিকা নির্ধারিত ছকে এবং ষান্মাসিক প্রতিবেদনের কপি এলজিএসপি-২ প্রকল্প সদর দপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা এসেছে। ঢাকা জেলার সকল ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাগণকে এ দুটি বিষয় গুরুত্ব সহকারে প্রেরণের ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ইতোপূর্বে যে ছকে স্কিমের তালিকা পাঠানো হয়েছিল তার স্কিমের কোড নম্বর ও পরিমাপ সঠিক না হওয়ায় যে ছকে স্কিমের তালিকা পাঠাতে হবে তা’ এবং স্কিমের সঠিক কোড নম্বর এমআইএস প্রশিক্ষণে সকলকে দেয়া হয়েছিল । সেমতে স্কিমের তালিকার টাইপ করা কপি( সফট কপি) পাঠানোর অনুরোধ করা হলো।