ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নুসরাত জাহান (ভাড়ারিয়া)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধী, আসসালামোআলাইকুম।
আমার নাম--------------। আমি ----------ইউনিয়নের ------------বিদ্যালয়ের -------শ্রেণীর ছাত্রী।
       আজ আমার জন্য বিশেষ এক আনন্দের দিন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি আমার একটি বাইসাইকেল থাকতো তাহলে আমি বাইসাইকেল চালিয়ে স্কুলে যেতে পারতাম। আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। এলজিএসপি প্রকল্পর মাধ্যমে আজ আমি একটি বাইসাইকেল পেয়েছি। তাই আজ আমি অনেক আনন্দিত। এই সাইকেল প্রদানের জন্য আমার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  
       আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের নারী ও শিশুদের কল্যানে অনেক ভালো ভালো কাজ করছেন। মানণীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।  
       পরিশেষে মানণীয় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দের কাছে একটি অনুরোধ আজকে আমরা যারা বাইসাইকেল পেয়েছি তাদের সকলেক একত্রিত করে একটি সাইক্লিষ্ট ক্লাব গঠন করে আমাদের নেতৃত্ব ও মেধা বিকাশের জন্য যদি কোন পদক্ষেপ গ্রহন করা হয় তবে আমরা অনেক উপকৃত হবো। আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
পুজা রায় (যাদবপুর)
       আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধী, আমার সালাম ও আদাব গ্রহণ করুন।
আমার নাম--------------। আমি ----------ইউনিয়নের ------------বিদ্যালয়ের -------শ্রেণীর ছাত্রী।
       ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের ছাত্রীরা আজ আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব বেনজির আহমদের কাছ থেকে এলজিএসপি- প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের বহুল আকাংখিত বাইসাইকেল পেতে যাচ্ছি। আমরা সবাই আজ আনেক বেশি আনন্দিত।
       এখন থেকে  বাইসাইকেল চালিয়ে আমরা শুধু স্কুলে আসার পাশা পাশি  শারিরিকভাবেও আমরা সুস্থ থাকবো। আমাদেরকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যা’তে আমরা ভবিষ্যতে ভালভাবে লেখা পড়া করে আমাদের ধামরাই উপজেলার সম্মান অক্ষুন্ন রাখতে পারি।
পরিশেষে উপস্থিত সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।          



আলিমা আক্তার (ধামরাই সদর)
       বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধী, আসসালামোআলাইকুম।
আমার নাম--------------। আমি ----------ইউনিয়নের ------------বিদ্যালয়ের -------শ্রেণীর ছাত্রী।
       আমি যখন ৫ম শ্রেনীর ছাত্রী ছিলাম তখন টেলিভিশন ও পত্র পত্রিকায় দেখতাম অনেক এলাকায় মেয়েরা বাইসাইকেল চালাচ্ছে। এগুলো দেখে আমার একটা আফসোস ছিল, আমার যদি একটা বাইসাইকেল থাকতো। আজকে আমার স্বপ্ন পুরণ হতে চলেছে। আমি এখনে থেকে বাইসাইকেলে চড়ে স্কুলে আসতে পারবো। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। কেননা আমার ইউনিয়ন হতে ৫ জন ছাত্রী বাইসাইকেল পাচ্ছে আর তার মধ্যে আমি একজন।        এলজিএসপি প্রকল্পের মাধ্যমে আমরা বাইসাইকেলগুলো পাচ্ছি। এ জন্য এলজিএসপিসহ আমার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই আমদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে ভালভাবে লেখাপড়া করে আমাদের ধামরাই উপজেলার সুনাম অক্ষূন্ন রাখতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।