ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০


-----------------------ইউনিয়ন পরিষদ
-----------উপজেলা, ঢাকা
স্মারক নং:                                                                                       তারিখ:

প্রাপক:
উপপরিচালক
স্থানীয় সরকার, (উপসচিব), ঢাকা।

       
বিষয়: এলজিএসপি-৩ এর ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দে বাস্তবায়িত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন স্কিমের বিল         প্রদানের অনুমতি প্রসংগে।
সূত্র: এলজিএসপি-৩ প্রকল্প দপ্তরের ০৪-০৬-২০২০ খ্রি: তারিখের ৪৮১ নং স্মারক।
         
          উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা জেলার --------------- উপজেলার-------------- ইউনিয়ন কর্তৃক এলজিএসপি-৩ এর ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণের স্কিমটি ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুসরণপূর্বক সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে। স্কিম বাস্তবায়নের পর ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটি যথারীতি প্রত্যয়ন প্রদান করেছেন এবং এ সংক্রান্ত সকল তথ্যাদি এমআইএস এ এন্ট্রি দেয়া হয়েছে।
স্কিমের নাম
বাস্তবায়নকারী ঠিকাদারের নাম ও ঠিকানা
প্রাক্কলিত মূল্য
মোট কতটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
কর্তনের   পরিমান
ঠিকাদারকে প্রদেয় বিলের পরিমাণ




ভ্যাট=
আয়কর=
জামানত=
মোট=


স্কিমসমূহ সম্পুর্নরুপে বাস্তবায়ন হওয়ায় ভ্যাট/আয়কর/রিটেনশন মানি কর্তনপূর্ক ঠিকাদারকে উপরে উল্লেখিত পরিমান বিলের অর্থ পরিশোধ করা প্রয়োজন। সূত্রে উল্লেখিত স্মারকে উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের অনুমতি সাপেক্ষে উল্লেখিত বিলটি পরিশোধের নির্দেশনা রয়েছে।
এমতাবস্থায় উল্লেখিত বিলটি পরিশোধের অনুমতি প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।

সংযুক্ত:
১. উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত উপকরণের মূল্য তালিকা
২. উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত উপকার ভোগীর তালিকা
৩. ওয়ার্ড কমিটির প্রত্যয়ন--- পাতা।
৪. স্কিম সুপারভিশন কমিটির প্রত্যয়ন----পাতা।


                                                (----------------------)
                                                চেয়ারম্যান
                                                ---------ইউনিয়ন