স্থানীয় সরকার বিভাগ হতে গ্রাম আদালতের এজলাস তৈরীর জন্য ঢাকা জেলার বিভিন্ন
ইউনিয়নে ১,২০,০০০/= টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়েছে। ঢাকা জেলার যে সকল ইউপি উক্ত
বরাদ্দ পেয়েছে তাদের তালিকা নিম্নে প্রদান করা হলো। উক্ত বরাদ্দ উত্তোলন ও খরচের বিষয়ে
কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট ইউপিসমূহের দৃষ্টি আকর্ষন করা হলো। বরাদ্দপত্র
স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে
উপজেলা
|
ইউনিয়ন পরিষদ সমূহ
|
তেজগাঁও উন্নয়ন সার্কেল
|
দক্ষিণ খান, দনিয়া, মাতুয়াইল
(আংশিক), বাড্ডা, হরিরামপুর, সারুলিয়া, ভাটারা, শ্যামপুর, উত্তর খান , দক্ষিণ গাঁও,
মান্ডা, ডেমরা ।
|
কেরাণীগঞ্জ
|
শুভাঢ্যা, জিনজিরা, আগানগর,
কোন্ডা, শাক্তা, কালিন্দী, তারানগর, কলাতিয়া ।
|
সাভার
|
ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর,
তেতুঁলঝোড়া, পাথালিয়া , শিমুলিয়া, সাভার, ভাকুর্তা, বিরুলিয়া, আমিনবাজার ।
|
দোহার
|
নারিশা ।
|
নবাবগঞ্জ
|
শোল্লা ।
|