ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

অতীব জরুরী!



ঢাকা জেলার যে সকল ইউপি স্থানীয় সরকার বিভাগ হতে কর্মদক্ষতা ভিত্তিক বরাদ্দ (এলজিএসপি-২ এর বরাদ্দ নয়, ঢাকা জেলার-বান্দুরা,রাইপাড়া,মোকসেদপুর,আশুলিয়া,কুসুমহাটি ইউপি  কর্মদক্ষতা ভিত্তিক বরাদ্দ পেয়েছে, শুধু তারা) ও গ্রাম আদালতের এজলাস তৈরীর জন্য বরাদ্দ পেয়েছেন সে সকল ইউপি কে সরকারী বরাদ্দের আদেশ ( জি ও) ‘র মাধ্যমে উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তার কার্যালয়ে আগামী ১২-০৬-২০১৪ ইং তারিখের মধ্যে আবশ্যিকভাবে বিল দাখিল করতে হবে। সরকারী বরাদ্দের কপি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd এ পাওয়া যাবে। গ্রাম আদালতের এজলাস তৈরীর নকশা ও গাইড লাইন ঢাকা জেলার এলজিএসপি’র ওয়েবসাইটে www.lgsp2dhaka.blogspot.com এ পাওয়া যাবে।