ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

জরুরী!!

এলজিএসপি-২ প্রকল্প সদর হতে নিম্নলিখিত তথ্য সমূহের সফট কপি দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।
১. বার্ষিক আর্থিক হিসাব বিবরনী (২০১৩-১৪)
২. ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটিসহ ইউপি'র ১৩ টি স্থায়ী কমিটি সদস্যদের মোবাইল নং সহ তালিকা
৩. ২০০৬ হতে ২০১৪ পর্যন্ত সময়ের ইউপির রাজস্ব আয়
৪. ২০১৩-১৪ অর্থবছরের ১ % এর বরাদ্দের স্কিম তালিকা
৫. ইউপি’র সম্পদ রেজিষ্টারের তালিকা
৬. ষান্মাসিক প্রতিবেদন (জানুয়ারী-জুন-২০১৪ এবং জুলাই-ডিসেম্বর ২০১৪)
৭. বিজিসিসি সভায় অনুমোদিত স্কিম তালিকা (২০১২-২০১৩ ও ২০১৩-১৪)
এমতাবস্থায় উল্লিখিত তথ্যের সফট কপি আগামী ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখের মধ্যে  ই-মেইলে বা সরাসরি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, এলজিএসপি-২ , ঢাকা এর নিকট সরবরাহের অনুরোধ করা হলো।
 যে সকল ইউপি'র পন্চবার্ষিক পরিকল্পনা করা হয়নি বর্তমান সময়ে বিভিন্ন ওয়ার্ড কমিটির সভায় আলোচনা করে
পন্চবার্ষিক পরিকল্পনা করার জন্য বলা হলো। কেননা দক্ষতা ভিত্তিক বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে
পন্চবার্ষিক পরিকল্পনা গুরুত্বরপূর্ন মানদন্ড।