ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠন সংক্রান্ত।



ঢাকা জেলার ইউপিসমূহের বিরোধ নিষ্ডত্তিকরন বিষয়ে
ইউপি অপারেশনাল ম্যানুয়েল এর ১২১  নং পৃষ্ঠায় নিরপেক্ষতা সংক্রান্ত অংশে প্রতিটি ইউনিয়নে ০৩ সদস্যের একটি অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠনের কথা বলা আছে। ভাল হয় ইউনিয়ন পরিষদের সভায় আলোচনার মাধ্যমে ০৩ সদস্যের নিরপেক্ষ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া। বিশেষভাবে উল্লেখ্য, ইউপি চেয়ার‌্যান বা ইউপি সদস্যগন  এ কমিটির কোন সভাপতি বা সদস্য হতে পারবেন না। সমাজের সম্মানিত এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গ এ কমিটির সদস্য হবেন। যেমন: প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান বা এনজিও।
অত্রসংগে এ কমিটি গঠনের একটি নমূনা প্রদান করা হলো-
--------ইউনিয়ন পরিষদ কার্যালয়
--------------উপজেলা, ঢাকা।
স্মারক নং-                                                                          তারিখ:
অফিস আদেশ
          স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-২ অধিশাখার ১৭-০৬-২০১৪ তারিখের ৬৩৯ নং স্মারকের নির্দেশনার আলোকে এলজিএসপি-২ এর আওতায় নিম্নেবর্নিতভাবে  --------- ইউনিয়নের অভিযোগ নিস্পত্তিকরণ কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি ইউপি অপারেশনাল ম্যানুয়েল অনুযায়ী এলজিএসপি-২ এর যে কোন বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করবেন।
ক্র:
নাম
পদবী/ঠিকানা
কমিটিতে পদবী
০১



০২



০৩



   
 (-----------)
চেয়ারম্যান
----ইউপি
অনুলিপি: সদয় অবগতির জন্য-
১. উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।
২. উপজেলা নির্বাহী অফিসার,-----------, ঢাকা।
৩-৫. জনাব----------------------সভাপতি/সদস্য , অভিযোগ নিষ্পত্তিকরন কমিটি, --------ইউনিয়ন, ------উপজেলা, ঢাকা।
৬. নোটিশ বোর্ড।