ঢাকা জেলার ইউপি সমূহে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হচ্ছে।
ওয়ার্ড সভার সৌন্দর্য্য অনেকটা ব্যানার ও বসার শৃংখলার উপর নির্ভর করে।অতিথিদের বসার
স্থানে অবশ্যই একজন মহিলা সদস্য থাকা উচিত।তা’ছাড়া আমন্ত্রিত ভোটারের মধ্যেও মহিলা
থাকা উচিত।ওয়ার্ড সভার ছবি তোলার সময় সভার পিছনের দিক হতে উপস্থিত ভোটারসহ মঞ্চের ছবি
তুললে তা’ দেখতে ভাল দেখাবে। নমূনা ব্যানারটি অনুসরণ করা যেতে পারে। এতে করে একটি মাত্র
ব্যানারে ৯ টি ওয়ার্ডের সভা করা যাবে। শুধু ওয়ার্ড নম্বর আর তারিখটি কাগজ দিয়ে পরিবর্তন
করলেই হবে।