২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপি-২ এর বরাদ্দে যে সকল
ইউপি সাবমারজিবল পাম্প বা টিউবয়েল স্থাপন করেছেন তা’দেরকে উক্ত সাবমারজিবল পাম্প বা
টিউবয়েলের পানি আর্সেনিকমুক্ত কিনা তা’ পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট নথিতে সংরক্ষনের
জন্য বলা হলো। আগামী মাসে সিএ ফার্মের যে অডিট টীম আসবে তারা এ বিষয়টি পরীক্ষা করবে।
কাজেই এ বিষয়ে হালনাগাদ থাকার জন্য সকল ইউপি সচিব কে পরামর্শ প্রদান করা হলো। এ সংক্রান্ত পত্রটি দেখা যেতে পারে।