ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

স্মরণযোগ্য



এলজিএসপি-২ এর ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ এর সম্ভাব্য বরাদ্দ অনেক পূর্বেই ইউপি সমূহকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে বেশ কটি ইউপি ওয়ার্ড সভা আয়োজন করে স্কিমের তালিকা প্রস্তুত করেছে এবং ওয়ার্ডসভার ছবিও প্রেরণ করেছে। তবে অনেক ইউপি ই এখনো ওয়ার্ডসভা আয়োজন করেনি। যা’রা এখনো ওয়ার্ড সভা করেননি তাদেরকে দ্রুত ওয়ার্ডসভার তারিখ নির্ধারন করে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এবছর ওয়ার্ডসভার ছবি সংরক্ষন না করা হলে ধরে নেয়া হবে ওয়ার্ডসভা হয়নি। আর  ওয়ার্ডসভা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন স্কিম বাস্তবায়নের জন্য সম্মতি দেয়া হবেনা।
তাছাড়া এবছর স্কিমের তালিকায় শুধু রাস্তাঘাট, ড্রেন না রেখে অন্যান্য স্কিমের প্রতিও গুরুত্ব দেয়া প্রয়োজন। যেমন: শিক্ষা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা,কৃষি ও বাজার, মানব সম্পদ উন্নয়ন (ইউপি অপারেশনাল ম্যানুয়েলের ১১১ নং পৃষ্টায়)। তা’ছাড়া সক্ষমতা বৃদ্ধিতে ১০ % অর্থ (ইউপি অপারেশনাল ম্যানুয়েলের ১০৮ নং পৃষ্টায়) এবং উদ্বুধ্বকরন কমৃসূচীর আওতায় প্রচারাভিযান পরিচালনা, সচেতনতামূলক কার্যক্রম কাজে (ইউপি অপারেশনাল ম্যানুয়েলের ৫৫ নং পৃষ্টায়) অর্থ ব্যয় করা যাবে।