ঢাকা জেলার সকল ইউপি সচিবগনের অবগতির জন্য জানানো
যাচ্ছে, ২০১৪-১৫ অর্থবছরের বিবিজি ১ম কিস্তির বরাদ্দ প্রদান করা হলেও এখন পর্যন্ত ঢাকা
জেলার কোন উপজেলায়ই বিজিসিসি সভার সম্মতি নিয়ে এখনও কাজ শুরু করেনি। অথচ সকল ইউপিকে
তাদের সম্ভাব্য বরাদ্দ অনেক পূর্বেই জানিয়ে দেয়া হয়েছিল এবং ওয়ার্ডসভার মাধ্যমে স্কিম
বাছাই করে রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু অনেক ইউনিয়ন তা’ না করায় বিজিসিসি সভায় স্কিম
বাস্তবায়নের জন্য সম্মতি দেয়া যাচ্ছে না। প্রতিটি উপজেলায় এরকম ২/৩ টি ইউনিয়নের কারনে
অন্য ইউপিগুলো স্কিম বাস্তবায়ন করতে পারছেনা। আগামী ২০-০২-২০১৫ তারিখের মধ্যে সকল ইউপিসমূহকে
ওয়ার্ড সভার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সভায় আলোচনা করে ২০১৪-১৫ অর্থবছরের ১ ম কিস্তির
বরাদ্দ অনুযায়ী স্কিমের তালিকা স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিলের জন্য
বলা হলো। যে সকল ইউপি উক্ত সময়ের মধ্যে তালিকা জমা দিতে ব্যর্থ হবে তাদের ছাড়া অন্য
ইউপিগুলোর স্কিম বিজিসিসি সভায় সম্মতি প্রদানের জন্য বিবেচনা করা হবে। কেননা বিবিজি
২ য় কিস্তির অর্থ সহসাই ছাড় করা হবে। সুতরাং ১ ম কিস্তির বরাদ্দের অগ্রগতি না হলে ২
য় কিস্তির বরাদ্দ পাওয়া কষ্টকর হবে।