এলজিএসপি-২ এর আওতায় ঢাকা জেলার সকল ইউপি সচিবগণের ০২ দিনের প্রশিক্ষণ আগামী
২০-০১-২০১৬ ও ২১-০১-২০১৬ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯.০০ ঘটিকা হতে
শুরু হবে। প্রশিক্ষণে আসার সময় সকল ইউপি সচিবগণক নিম্নোক্ত রিপোর্ট/তথ্য সংগে আনতে
হবে।
১. জুলাই-ডিসেম্বর সময়ের ষাণ্মাসিক প্রতিবেদন
২. ওয়েবসাইটে দেয়া একপাতার রিপোর্ট
৩. ২০১৪-১৫ অর্থবছরে এলজিএসপি-২ এর বরাদ্দে গৃহীত স্কিম সংখ্যা ও বাস্তবায়িত
স্কিম সংখ্যা
৪. বিগত ০৫ বছরে এলজিএসপি-২ এর বরাদ্দের ছক অনুযায়ী
স্কিমের বিবরণ