ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬



এলজিএসপি-২ এর আওতায় ঢাকা জেলার সকল ইউপি সচিবগণের ০২ দিনের প্রশিক্ষণ আগামী ২০-০১-২০১৬ ও ২১-০১-২০১৬ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯.০০ ঘটিকা হতে শুরু হবে। প্রশিক্ষণে আসার সময় সকল ইউপি সচিবগণক নিম্নোক্ত রিপোর্ট/তথ্য সংগে আনতে হবে।
১. জুলাই-ডিসেম্বর সময়ের ষাণ্মাসিক প্রতিবেদন
২. ওয়েবসাইটে দেয়া একপাতার রিপোর্ট
৩. ২০১৪-১৫ অর্থবছরে এলজিএসপি-২ এর বরাদ্দে গৃহীত স্কিম সংখ্যা ও বাস্তবায়িত স্কিম সংখ্যা
৪. বিগত ০৫ বছরে এলজিএসপি-২ এর বরাদ্দের ছক অনুযায়ী স্কিমের বিবরণ