ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬




ঢাকা জেলার ২০১৩-১৪ অর্থবছরের অডিটে যে ২৩ টি ইউপি’র  এ্যাডভার্স মতামত ছিল সে সকল ইউপি’র আপীলের শুনানীর সম্ভাব্য তারিখ ১৩ জানুয়ারী ২০১৬। আপীল শুনানীতে আপীল আবেদনের স্বপক্ষে সকল মূল কাগজপত্র সহ সংশ্লিষ্ট ইউপি’র চেয়ারম্যান ও সচিবকে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। ভ্যাট/আইটি চালান সংক্রান্ত কোন আপত্তি থাকলে উক্ত চালান উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা দ্বারা যাচাই করে আনতে হবে। ব্যাংকে টাকা জমার কোন বিষয় থাকলে জমার শ্লিপ ও ব্যাংক ষ্টেটমেন্ট আনতে হবে।