ফাপাড অডিটে ২০১৪-১৫
অর্থবছরে ঢাকা জেলার যে ১৩ টি ইউনিয়নে ( রো্য়াইল, শিমুলিয়া, কুল্লা, তেতুলঝোড়া,
নারিশা, কুসুমহাটি, শূভাড্যা, উত্তরখান, দক্ষিণখান,বনগাও, শিমুলিয়া, সারুলিয়া,
বাড্ডা)আপত্তি উত্থাপিত হয়েছে তা’ সংশ্লিশ্ট ইউপি’র ই-মেইলে প্রেরণ করা হয়েছে। এ
সপ্তাহের মধ্যে নির্ধারিত ছকে উপজেলা নির্বাহী অফিসার/উপ পরিচালক স্থানীয় সরকার
কর্তৃক সুপারিশ নিয়ে জবাব দাখিল করা হলে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে।